Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার এসএ গেমস থেকে ছিটকে গেলেন বিপ্লব


২৬ নভেম্বর ২০১৯ ১৬:৩৩

সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপের উদ্ধোধনী ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের দুই আঙুলের মাঝে  মারাত্মক চোট পেয়েছিলেন লেগ আমিনুল ইসলাম বিপ্লব। হাতের তালু ফেঁটে যাওয়ায় ক্ষতে পড়েছিল দুটি সিলাই। ফলে আট জাতির  টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছিলেন অভিষেকে চমকে দেওয়া এই তুর্কি তরুণ। ওই চোটই এবার তাকে ছিটকে দিল দক্ষিণ এশিয়ান গেমস বা এসএ গেমস থেকে। চোট পুরোপুরি সেরে না ওঠায় গেমসে তাকে পাঠানো হচ্ছে না।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সংবাদ মাধ্যমকে এ তথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি  জানালেন, এসএ গেমসের জন্য দল শীঘ্রই যাচ্ছে। সেখানে ইনজুরির কিছু সমস্যা আছে। আমিনুল ইসলাম বিপ্লব এবং শফিকুলকে সেখানে যেতে দেয়া হচ্ছে না। ওদের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি।’

তবে এসএ গেমস খেলতে না পারলেও বিপিএলে তাকে দলে ঠিকই পাচ্ছে খুলনা টাইগার্স।

প্রসঙ্গত আগামী ১-১০ ডিসেম্বর নেপালের পোখড়ায় বসবে দক্ষিণ এশিয়ার অ্যথলেটদের শ্রেষ্ঠত্বের এই আসর। আসরটিকে সামনে রেখে ইতোমধ্যেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বাংলাদেশ ছেলে দলও অচিরেই ঘোষণা করা হবে।

আমিনুল ইসলাম বিপ্লব এসএ গেমস টপ নিউজ বাংলাদেশ বাংলাদেশ দল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর