Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলের পর হবে ধোনির ভাগ্য নির্ধারণ: শাস্ত্রী


২৬ নভেম্বর ২০১৯ ১৯:৩৫

গেলো বিশ্বকাপের পর ক্রিকেট থেকে এক রকমের স্বেচ্ছানির্বাসনে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে সম্প্রতি তার ফেরা নিয়ে সৃষ্টি হয়েছে বেশ জল্পনা কল্পনা। তবে এই ব্যাপারে খুব বেশি কল্পনাপ্রবণ না হতে আহ্বান জানিয়েছেন ভারত জাতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী।

আসন্ন আইপিএলের পর নির্ধারিত হবে সাবেক ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির দলে ফেরা না ফেরা। এমনটাই বলছেন শাস্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ধোনির ফেরাটা অনেকটা আইপিএলের উপর নির্ভর করে। উইকেটের পেছনে বাকি উইকেটকিপাররা কেমন পারফর্মেন্স করে সেটা দেখা হবে। আর এবারের আইপিএল অনেক গুরুত্বপূর্ণ, কারণ এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

বর্তমানে ধোনির পরিবর্তে দলে খেলছেন রিশাভ পন্ত। তবে এই উইকেটকিপার ব্যাটসম্যান নিজের জায়গাটা এখনও প্রমাণ করতে পারেননি। টেস্টে এবং সীমিত ওভারের ম্যাচগুলোতে ব্যর্থ হবার কারণে তাকে পাঠিয়ে দেয়া হয়েছে ঘরোয়া ক্রিকেট খেলতে। দলের নির্বাচক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট সবার চোখ এখন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে আইপিএলের দিকে।

তাই নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে আইপিএলের আগে দলে ভিড়তে পারছেন না সাবেক এই অধিনায়ক।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ আইপিএল মহেন্দ্র সিং ধোনি রবি শাস্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর