এসএ গেমসে স্বর্ণ জিতলেই পুরস্কার ৬ লাখ টাকা
২৮ নভেম্বর ২০১৯ ১৭:৩০
ঢাকা: ১ ডিসেম্বর থেকে নেপালে শুরু হতে চলেছে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসর। ইতোমধ্যে দেশের বেশিরভাগ ডিসিপ্লিনের অ্যাথলেটরা পৌঁছে গেছেন অ্যাথলেটরা। গতবারের মতো এবারও পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কার বরাদ্দ রাখার ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণজয়ীদের ৬ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে নেপালে অনুষ্ঠিতব্য ১৩ তম এস এ গেমস নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আর্থিক প্রনোদনার বিষয়টি ঘোষণা করেন।
পুরস্কারের ঘোষণা দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত ইভেন্টে যারা স্বর্ণ জিতবেন তাদের তাদের ৬ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে। রৌপ্য জিতলে পাবেন ৩ লাখ টাকা করে এবং ব্রোঞ্জ জিতলে ১ লাখ টাকা। আর দলীয় ইভেন্টে স্বর্ণ জিতলে প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা করে। রৌপ্য জয়ীরা পাবেন ৫০ হাজার টাকা করে এবং ব্রোঞ্জজয়ীরা ৩০ হাজার টাকা করে।’
আগামী ১-১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা সাউথ এশিয়ান (এস এ) গেমস।
তিনি আসন্ন এস এ গেমসে বাংলাদেশের সার্বিক বিষয় তুলে ধরে বলেন, ‘এবারকার এস এ গেমসে বাংলাদেশ থেকে ২৫ টি ডিসিপ্লিনে খেলোয়াড়, প্রশিক্ষক ও কর্মকর্তাসহ প্রায় ৬২১ জন অংশগ্রহণ করবে। আমি আশা করি, গতবারের চেয়ে এ বার আমরা আরো বেশি পদক আনতে সমর্থ হবো।’
‘আমরা গতবার চারটি গোল্ড, ১৫ টি রৌপ্য ও ৫৬ টি ব্রোঞ্জ পদক পেয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী সোনা বিজয়ীদের সবাইকে ফ্লাট দিয়েছেন। আপনারা (খেলোয়াড়রা) এবার আরো ভালো কিছু করবেন বলে আশা করি। আপনাদের সংবর্ধনা দিতে প্রধানমন্ত্রী অপেক্ষায় আছেন। আপনারা নেপালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আপনাদের উপর অনেক দায়িত্ব। আপনারা দেশের দূত হিসেবে কাজ করবেন। এস এ গেমসে পদকজয়ী অ্যাথলেটদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি আর্থিক প্রনোদনা প্রদানের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার।’ যোগ করেন তিনি।
গেমসে ২৭ ডিসিপ্লিনে ৩২৪ স্বর্ণপদকের জন্য লড়বেন ৭ দেশের অ্যাথলেটরা। রৌপ্য-ব্রোঞ্জ মিলে মোট পদক সংখ্যা ১ হাজার ১৩৫। সবচেয়ে বেশি স্বর্ণপদক থাকছে সাঁতারে ৩৮টি। অ্যাথলেটিক্সে ৩৬টি, তায়কোয়ান্দোতে ২৯টি, উশুতে ২২টি এবং ভারোত্তলন, শ্যুটিং, কুস্তিতে ২০টি স্বর্ণপদক থাকছে।
এবারের গেমসে বাংলাদেশ থেকে অংশ নেবে ৫৯৫ জন অ্যাথলেট। স্বাগতিক নেপালের ৬৪৮ জন, শ্রীলঙ্কার ৬২২ জন এবং ভারত ৪৬১ জন অ্যাথলেট এসএ গেমসে অংশ নিতে চলেছে।
মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার ফখরুদ্দিন হায়দার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফাইজুল কবীরসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।