Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষিদ্ধ হচ্ছেন ডোপ পাপী কাজী অনিক


১ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৩ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৫

বয়সভিত্তিক ক্রিকেট থেকেই তার অনিয়ন্ত্রিত জীবন ও উশৃঙ্খলতার খবর চাউড় হয়েছিল। অবশ্য সেটা ছিল নিতান্তই সন্দেহের ওপর ভিত্তি করে। এবার হাতে নাতে ধরা পড়লেন পেসার কাজী অনিক। ডোপ টেস্টে তার রক্তে নেশাজাত দ্রব্যের উপস্থিতি টের পাওয়া গেছে। সঙ্গত কারণেই দীর্ঘ্য মেয়াদে নিষিদ্ধ হতে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট খেলা এই তরুণ পেসার।

তার নিষেধাজ্ঞার মেয়াদ হতে পারে নুন্যতম ২-৫ বছর। বিসিবি মেডিক্যাল বিভাগ থেকে চুড়ান্ত প্রতিবেদন পেলেই বিসিবি শৃঙ্খলা কমিটি এই শাস্তি কার্যকর করবে।

বিজ্ঞাপন

রোববার (১ ডিসেম্বর) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল ও নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘আমরা জানি ও ডোপ টেস্টে পজিটিভ। একারণেই ও আমাদের কোনো পরিকল্পনায় নেই। তবে এখনই সিদ্ধান্ত নিতে পারছি না। কেননা বিসিবি মেডিক্যাল বিভাগের প্রতিবেদন হাতে পাইনি। হাতে পেলে মিটিং করে ওর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেব। বাইলজ অনুযায়ী ডোপে পজিটিভ একজন ক্রিকেটার ২-৫ বছর নিষিদ্ধ হতে পারেন। ওর ক্ষেত্রেও তাই হবে।‘

দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত এই বাঁ হাতি পেসার সবশেষ খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগের গেল মৌসুমে মোহামেডানের হয়ে। বিপিএলের দুই মৌসুম খেলেছেন প্রথম আসরে রাজশাহী কিংস এবং গেল আসরে খেলেছেন ঢাকা ডিনামাইটসের জার্সি গায়ে। আর বাংলাদেশ অনু-১৯ দলের হয়ে গেল বছর খেলেছেন যুবা বিশ্বকাপ।

কাজী অনিক ডোপ টেস্টে নিষিদ্ধ হচ্ছেন পেসার কাজী অনিক