রোনালদোর গোলে হার এড়ালো জুভেন্টাস
১ ডিসেম্বর ২০১৯ ২০:৪১
চলতি লিগে প্রথমবারের মত হোঁচট খেতে যাচ্ছিলো জুভেন্টাস। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে এই যাত্রায় বেঁচে গেলো দলটি। সাস্যুলোর বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে পড়েও শেষতক ড্র নিয়ে মাঠ ছেড়েছে মারিসিও সারি শিষ্যরা।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক খেলছিলো তুড়িনের বুড়িরা। টেবিলের ১২ তম দল সাস্যুলোর বিপক্ষে টানা ১৩ ম্যাচ অপরাজিত থেকে মাঠে নামে তারা। একেরপর এক আক্রমণে সফরকারীদের এক প্রকারে দিশেহারা করে ফেলছিল রোনালদো, হিগুয়েনরা। তবে বল পাচ্ছিলো না জালের ছোঁয়া।
ম্যাচের ২০ তম মিনিটে স্বাগতিকদের প্রথম লিড এনে দেন লিওনার্দো বানুচ্চি। রদ্রিগো কোলম্যানের অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন এই ইটালিয়ান ডিফেন্ডার।
ঠিক তার দুই মিনিট পর ম্যাচে ফিরে সাস্যুলো। ২২ মিনিটে বুফনকে পরাস্থ করে সফরকারীদের ম্যাচে সমতায় ফেরান জেরেমি বগা।
এরপর বিরতির পরপরই তুড়িনের দর্শকদের চিৎকার থামিয়ে দেন কাপুতো। ৪৭ মিনিটে ২-১ গোলে সরকারীদের এগিয়ে নেন এই স্ট্রাইকার।
তবে এরপরই আক্রমণের ধার বাড়িয়ে দেয় মারিসিও সারি শিষ্যরা। কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগের কারণে খুব একটা সুবিধা করতে পারছিলো না তারা। বারবারই রক্ষণভাগে দেয়াল হয়ে দাঁড়িয়ে যাচ্ছিলো সাস্যুলো ডিফেন্ডাররা।
ম্যাচের ৬৮ মিনিটে ডি বক্সে ফাউলের সুবাদে পেনাল্টি পায় জুভেন্টাস। সে সময় ত্রাতা হয়ে দলকে সমতায় ফেরান সিআর সেভেন।
শেষদিকে আক্রমণের জোয়ার উঠেছিলো জুভ শিবিরে। কিন্তু শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের।
চলতি লিগে এই নিয়ে তৃতীয় ড্রয়ের মুখ দেখলো জুভেন্টাস। ১৪ ম্যাচের একটিতেও না হেরে ৩৬ পয়েন্ট নিয়ে শির্ষস্থান ধরে রেখেছে তুড়িনের বুড়িরা। আর সাস্যুলোর অর্জন ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট।