Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএ গেমসে দেশের হয়ে প্রথম স্বর্ণ দীপু চাকমা’র


২ ডিসেম্বর ২০১৯ ১৩:০৮ | আপডেট: ২ ডিসেম্বর ২০১৯ ১৮:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালে বসেছে ১৩তম এসএ গেমসের আসর। আর এবারের আসরেরদ দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ পদক জয় করলেন দীপু চাকমা। তায়াকোন্দোর পুরুষ ইভেন্টে বাংলাদেশকে স্বর্ণ এনে দিলেন দীপু। এর আগে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছেন হোমায়রা আক্তার। মেয়েদের কারাতে ইভেন্টে একক কারাতেতে ব্রোঞ্জ জিতেছেন হোমায়রা। এই ইভেন্টে সোনা জিতেছে পাকিস্তান, রুপা নেপাল।

হোমায়রা এর আগে জাতীয় চ্যাম্পিয়নশিপে পাঁচ বার হয়েছেন চ্যাম্পিয়ন। তবে এবারই প্রথম দেশের হয়ে কোনো আন্তর্জাতিক পদক জিতেছেন তিনি। আগামীকাল ৬১ কেজি কুমিতেও খেলবেন হোমায়রা।

অন্যদিকে ছেলেদের একক কারাতেতে হাসান খান সানও পারেননি স্বর্ণ জিততে। তিনিও থেমেছেন ব্রোঞ্জ জয় করেই।

বিজ্ঞাপন

১৩তম এসএ গেমস এসএ গেমস দীপু চাকমা নেপাল প্রথম পদক প্রথম স্বর্ণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর