Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩৭ দিন পর মাঠে গড়াচ্ছে দেশের ক্লাব ফুটবল


২ ডিসেম্বর ২০১৯ ১৯:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াচ্ছে দেশের ক্লাব ফুটবল। চলতি বছরের গত ৩ আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটি মাঠে গড়িয়েছিল। এরপরে প্রায় সাড়ে চার মাস ধরে ক্লাব ফুটবল মাঠের বাইরে। প্রায় ১৩৭ দিন পর আবারও ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াচ্ছে ক্লাব ফুটবল।

সোমবার (০২ ডিসেম্বর) বিকেলে চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে বাংলাদেশ পেশাদার লিগ কমিটির ২৩তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সর্বোচ্চ লিগের ক্লাব কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী- ১৮ ডিসেম্বর থেকে ফেডারেশন কাপ দিয়ে আসন্ন মৌসুমের ক্লাব ফুটবলের লড়াই শুরু হবে। তবে এখনও শিডিউল চূড়ান্ত হয়নি। আগামী মৌসুমকে সামনে রেখে গত মাসের ২১ তারিখ পর্যন্ত ছিল দলবদল নিবন্ধনের শেষ সময়।ইতোমধ্যে প্রায় সব দলই মাঠে প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রস্তুতি ম্যাচও খেলছে নিজেদের মধ্যে।

বিজ্ঞাপন

এ বিষয়ে আব্দুস সালাম মুর্শেদী জানান, ‘১৮ ডিসেম্বর থেকে আমরা ফেডারেশন কাপ দিয়ে ক্লাব ফুটবলটা মাঠে নামবে। জানুয়ারির শেষ দিকে কিংবা মিড জানুয়ারিতেই শুরু করে দিতে পারি লিগ।’

সবগুলো ম্যাচই হবে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

১৮ ডিসেম্বর থেকে ৩২তম ফেডারেশন কাপ মাঠে গড়াবে। এ যাবত সর্বোচ্চ ১১বার এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে ঢাকা আবাহনী। দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা মোহামেডান স্পোর্টিং ক্লাবের। সবশেষ ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসকে হারিয়ে শিরোপা জিতেছিল ঢাকা আবাহনী।

ক্লাব ফুটবল ঢাকা আবাহনী ফেডারেশন কাপ বসুন্ধরা কিংস

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর