Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহসিনদের ২১টি হুইল চেয়ার দিল বিসিবি


৩ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৪

বিসিবি’র তরফ থেকে ২১টি স্পোর্টস হুইল চেয়ার পেল বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’র (সিআরই) আবেদনে সাড়া দিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন মঙ্গলবার (৩ডিসেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে বাংলাদেশ ফিজিক্যাল ডিসঅ্যাবল ক্রিকেট দলের খেলোয়াড়দের হুইলচেয়ার বুঝিয়ে দেন।

চেয়ার পেয়ে উচ্ছ্বাসিত বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ মহসিন। তিনি বলেন, ‘সাধারণ হুইলচেয়ার দিয়েই আমরা ক্রিকেট খেলে এসেছি। সমস্যা হতো রানিং বিটুইন দ্য উইকেটে। হুইলচেয়ারের গতি মন্থর হওয়ায় ১ রানের বেশি নেয়া কষ্টকর হতো। স্পোর্টস হুইলচেয়ার খুবই দ্রুতগতির, এখন ১ রানকে আমরা ডাবল বানাতে পারব।‘

বিজ্ঞাপন

এসময় বিসিবি ও সিআরআই’কে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ উন্নতমানের হুইলচেয়ার দেয়ার জন্য।‘

নতুন হুইলচেয়ার নিয়ে ১৬ ডিসেম্বর ভারতের উত্তরখন্ডে চার জাতির একটি টুর্নামেন্টে অংশ নিতে ভারত যাচ্ছে মহসিনের দল। ২০-২৫ ডিসেম্বর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আফগানিস্তান ও নেপাল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি মোহাম্মদ মোহসিন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটার

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর