Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বয়সকে হার মানিয়ে টেনিসের রাজা ফেদেরার


১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫৯

সারাবাংলা ডেস্ক

শুধু টেনিস বিশ্বকে নয়, ক্রিকেট কিংবা ফুটবলারদেরও দেখিয়ে দিয়েছেন কিভাবে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে আরও পরিণত হয়ে ওঠা যায়। টেনিসের বিশ্ব তারকা রজার ফেদেরার নিজেকে আবারও র‌্যাংকিংয়ের শীর্ষে তুলে এনেছেন। সেটা আবার সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে।

নেদারল্যান্ডসে অনুষ্ঠিত রটারডাম ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে আবারো বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন ফেদেরার। ৩৬ বছর ১৯৬ দিন বয়সে শীর্ষস্থান দখল করে তিনি এই তালিকায় যুক্তরাষ্ট্রের সাবেক তারকা আন্দ্রে আগাসীকে পেছনে ফেলেছেন।

২০১৮ সালে টানা ১০ ম্যাচ অপরাজিত রয়েছেন ফেদেরার। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রাফায়েল নাদালকে হটিয়ে রেকর্ড গড়ে সবচেয়ে বেশি বয়সে পুরুষ এককে টেনিস র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন ফেদেরার।

রটারডাম ওপেনের কোয়ার্টার ফাইনালে ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার নেদারল্যান্ডসের রবিন হাসেকে ৪-৬, ৬-১, ৬-১ গেমে পরাজিত করেন। ২০১২ সালের অক্টোবরে শীর্ষস্থান হারানোর পর আবারও সেটি ফিরে পেলেন ৩৬ বছর বয়সী সুইস এ তারকা। ফেদেরারের আগে যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসী ২০০৩ সালে ৩৩ বছর ১৩১ দিন বয়সে এক নম্বর তারকা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছিলেন। এবার সেই রেকর্ড নিজের দখলে নিলেন ফেদেরার। এদিকে, টেনিসের ইতিহাসে সর্বোচ্চ ৩০৩ সপ্তাহ টানা নাম্বার ওয়ান থাকার রেকর্ড এখনও রজার ফেদেরারের।

নিজের অমূল্য এই কীর্তির পর ফেদেরার জানান, ‘শীর্ষস্থানে ফেরাটা একজন টেনিস খেলোয়াড়ের সর্বোচ্চ অর্জন। আমি সত্যিই অভিভূত, আবারো শীর্ষস্থানে ফেরাটা আমার কাছে অনেক কিছু। আমি সত্যিই খুশী। কখনই ভাবিনি আবারো এক নম্বরে উঠতে পারবো। এটা আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এখানে (নেদারল্যান্ডস) আমি ১৯৯৮ সালে প্রথম ওয়াইল্ড কার্ড পেয়েছিলাম। আবারো এখানে এই কৃতিত্ব অর্জন সত্যিই বিশেষ কিছু।’

বিজ্ঞাপন

ফেদেরারের কাছে রেকর্ড হারানোর পর টুইটার বার্তায় আগাসী লিখেছেন, ‘৩৬ বছর ১৯৬ দিন… রজার ফেদেরার টেনিসকে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। আরেকটি দারুন অর্জনের জন্য তোমাকে অভিনন্দন।’

গত ১৩ মাসে তিনটি মেজর টুর্নামেন্ট জিতে ফেদেরার র‌্যাংকিংয়ের শীর্ষস্থানের কাছাকাছি আসেন। চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন তাকে এগিয়ে নিতে সাহায্য করে। অথচ গত বছর হাঁটুর অস্ত্রোপচারের পর জানুয়ারিতে র‌্যাংকিংয়ের ১৭তম স্থানে ছিলেন তিনি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর