Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপদমুক্ত স্বর্ণজয়ী মারজানা


৪ ডিসেম্বর ২০১৯ ১৪:১৭

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এসএ গেমসের কারাতে ইভেন্টে দেশকে স্বর্ণ এনে দেন মারজানা আক্তার প্রিয়া। আর তারপর দিনই তাকে নিতে হলো হাসপাতালে। জানা গেছে আজ (৪ ডিসেম্বর) ইভেন্টে অংশগ্রহণের সময়ই মাথায় আঘাত পান স্বর্ণজয়ী এই অ্যাথলেট। মাথায় আঘাত পাওয়ার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে আঘাত খুব একটা গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক। মারজানা বর্তমানে বিপদমুক্ত রয়েছেন।

সূত্র মতে, শ্রীলঙ্কান প্রতিপক্ষের সাথে খেলার সময় কানের নিচে আঘাত পান বাংলাদেশের স্বর্ণজয়ী এই কারাতে প্রতিযোগী। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে ব্যাথানাশক ওষুধ দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এসএ গেমসে কারাতের নারী এককে বাংলাদেশকে তৃতীয় স্বর্ণ এনে দেন মারজানা। আসরের দ্বিতীয় দিনে ৫৫ কেজি কুমিতে পাকিস্তানের প্রতিযোগীকে ৪-৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণ ছিনিয়ে এনেছেন তিনি। এর আগে সেমিফাইনালে নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিলেন মারজানা আক্তার পিয়া।

আরও পড়ুন: এসএ গেমসের স্বর্ণজয়ী মারজানা হাসপাতালে ভর্তি 

এসএ গেমস কারাতে স্বর্ণ জয়ী অ্যাথলেট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর