প্রতিশোধ নেয়া হল না মরিনহোর
৫ ডিসেম্বর ২০১৯ ১২:১৭
গেল বছরও এই সময় রেড ডেভিলদের ডাগ আউট দাপিয়ে বেড়াতেন মরিনহো। কিন্তু তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করে ওলি গানারকে নিজেদের গুরু হিসেবে নিয়েছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ওল্ড ট্রাফোর্ডে গতকাল ঠিকই ফিরে গিয়েছিলেন মরিনহো। এবার গিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে টটেনহ্যামের কোচ হয়ে। তবে মধুর প্রতিশোধ নেয়া হল না মরিনহোর। কারণ তিনি হেরে গেছেন ২-১ গোলে।
ঘরের মাঠে শুরু থেকেই মরিনহো শিষ্যদের চাপে রেখেছিলো অল রেডরা। খেলার ছয় মিনিটের মাথায় রাশফোর্ডের গোলে লিড পায় স্বাগতিকরা।
এরপর আক্রমণের ধার বাড়িয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সফলতার মুখ দেখেনি একটি আক্রমণও।
কিন্তু ৩৯ মিনিটে টটেনহ্যামকে সমতায় ফেরান ডেলে আলি। ডি বক্সের মুখে কোনাকুনি শটে গোল করেন এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় রেড ডেভিলরা। সুযোগ হাতছাড়া করেননি রাশফোর্ড। দলকে ২-১ এ এগিয়ে দিয়ে নিজের নামের পাসে দ্বিতীয় গোল যোগ করেন এই ফরোয়ার্ড।
শেষ দিকে হ্যাট্রিকের সুযোগ হাতছাড়া করলেও জয় হাতছাড়া হয়নি ওলি গানার শিষ্যদের। ফলে হাড় নিয়ের মাঠ ছাড়তে হয় রেড ডেভিলদের সাবেক কোচ মরিনহো আর তার দলকে।
এই জয়ে টেবিলের ৬ নম্বরে উঠে এলো ম্যানচেস্টার ইউনাইটেড। আর টটেনহ্যামের অবস্থান ৮ নম্বরে।
ইংলিশ প্রিমিয়ার লিগ টটেনহ্যাম ম্যানচেস্টার ইউনাইটেড হোসে মরিনহো