Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন কিংবদন্তি বব উইলিস


৫ ডিসেম্বর ২০১৯ ১১:৫৯

সাবেক ইংলিশ অধিনায়ক বব উইলিস আর নেই। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি এই ক্রিকেটার।

তিন বছর ধরে তিনি থাইরয়েডের ক্যান্সারে ভুগছিলেন। অবশেষে জীবন যুদ্ধে হার মেনে ৭০ বছর বয়সে মারা গেলেন সাবেক এই ক্রিকেটার।

ইংল্যান্ডের হয়ে ৯০ টেস্ট খেলা এই পেসারের ঝুলিতে আছে ৩২৫ উইকেট। সর্বকালের সেরা ইংলিশ বোলারদের তালিকায় তার অবস্থান চতুর্থ।

১৯৮১ সালের অ্যাশেজের হেডিংলি টেস্টে ৪৩ রানে নেওয়া ৮ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং। মূলত তার বিধ্বংসী বোলিংয়ের ওপর ভর করেই সেই টেস্ট জেতে ইংল্যান্ড।

১৯৮৪ সালে খেলা থেকে অবসরের পর নাম লেখান ধারাভাষ্যে। বিবিসি দিয়ে কর্মজীবন শুরু করলেও শেষ করেছিলেন স্কাই স্পোর্টসে।

এই কিংবদন্তির মৃত্যুতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শোক বার্তায় বলেছে, তার মৃত্যু অপূরণীয় ক্ষতি। উইলিস তার অসাধারণ ক্রিকেট ক্যারিয়ারের জন্য স্মরণীয় হয়ে থাকবেন, বিশেষ করে হেডিংলি টেস্টের কৃতী তাকে অমর করে রাখবে।

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর