Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেদেরারে সম্মানে স্মারক মুদ্রা সুইজারল্যান্ডের


৬ ডিসেম্বর ২০১৯ ১১:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রজার ফেদেরার, সুইজারল্যান্ডের সর্বকালের সর্বসেরা টেনিস তারকা। তা তো বটেই সেই সঙ্গে বিশ্বের ইতিহাসের সর্বকালের সর্বসেরা অ্যাথলেটদের মাঝেও অন্যতম। তার সম্মানার্থে ২০ সুইস ফ্র্যাঙ্ক স্মারক কয়েন তৈরি করবে সুইজারল্যান্ড।

আগামী বছরের জানুয়ারিতেই রুপার তৈরি স্মারক মুদ্রা আনবে সুইজারল্যান্ড। সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরারের সম্মানার্থে এই স্মারক মুদ্রার দুই পাশের এক পাশে থাকবে ফেদেরারের ছবি আর অন্যপাশে লেখা থাকবে ২০। এই ২০ সংখ্যার মাধ্যমে বোঝানো হয়েছে রজার ফেদেরার ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।

এছাড়াও আগামী বছর মে’তে ফেদেরারের সম্মানার্থে ৫০ সুইস ফ্র্যাঙ্কের স্বর্ণমুদ্রা প্রকাশ করবে সুইজারল্যান্ড।

বিজ্ঞাপন

নিজ দেশের কাছ থেকে এমন সম্মাননা পেয়ে বেশ খুশিই হয়েছেন ফেদেরার। তিনি জানিয়েছেন, ‘ধন্যবার এমন অসাধারণ সম্মাননার জন্য। আমি অনেক খুশি হয়েছি। এটা আমার জন্য অনেক গর্বের একটা বিষয়। ধন্যবাদ সুইজারল্যান্ড।‘

রজার ফেদেরার সুইজারল্যান্ড স্মারক মুদ্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর