কলাবাগান ক্রীড়া চক্রের রাকিবুল খেলছেন ইতালির জাতীয় দলে
৬ ডিসেম্বর ২০১৯ ১৪:২০
২০১৩ সালে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ২৫ বছর বয়সী এক তরুণের অভিষেক ঘটে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামেন রাকিবুল হাসান। মূলত বোলার হিসেবেই কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে অভিষেক ঘটে রাকিবুলের। সেখানেই বাংলাদেশের ক্রিকেটে রাকিবুলের পথচলা।
রাকিবুল হাসান ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন রাকিবুল হাসান। বর্তমানে খেলছেন ইতালির জাতীয় দলের হয়ে। আইসিসি’র ক্রিকেট ওয়ার্ল্ডকাপ চ্যালেঞ্জ লিগ চলছে বিশ্বের ১২টি দেশ নিয়ে। ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবেই আয়োজিত হয়েছে এই লিগ। আর এই টুর্নামেন্টেই ইতালির জাতীয় দলের হয়ে খেলছেন বাংলাদেশের রাকিবুল হাসান।
এর আগে ভারত-পাকিস্তানে জন্মগ্রহণ করা অনেক খেলোয়াড় বিশ্বের বিভিন্ন দেশে খেললেও বাংলাদেশের লিস্ট এ’তে খেলা কোনো ক্রিকেটার হিসেবে এই প্রথম অন্য কোনো দেশের হয়ে খেলছেন। ২০১৩ সালে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে সে ম্যাচে ব্যাট হাতে অবশ্য শূন্যতেই ফিরতে হয়েছিল রাকিবুলকে। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতেই ঠিকই পেয়েছিলেন সাফল্য। সে ম্যাচে ৯ ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছিলেন দুটি উইকেট।
দেশের পাঠ চুকিয়ে পাড়ি জমিয়েছিলেন ইতালিতে। এরপর ইতালির সুযোগ পান ইতালির জাতীয় দলের হয়ে খেলার। সুযোগ কাজে লাগিয়েছেন রাকিবুল। ২০১৭ সালে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের পঞ্চম বিভাগে ইতালির হয়ে অভিষেক ঘটে রাকিবুলের। এরপর ইতালির জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন আটটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচও।
২০১৮ সালে আইসিসি ওয়ার্ল্ড ট-টোয়েন্টি ইউরোপ বাছাইয়ের গ্রুপ ‘বি’র সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ইতালির পক্ষে। সেবার পাঁচ ম্যাচে আটটি উইকেট শিকার করেছিলেন তিনি। এরপর ২০১৯ সালের মে মাসে প্রথমবারের মতো ইতালির জাতীয় দলের টি-টোয়েন্টিতে সুযোগ পান তিনি। জার্মানির বিপক্ষে সেবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে রাকিবুলের।
ইতালির জাতীয় দলের হয়ে বল হাতে বেশ সফল রাকিবুল। আট ম্যাচে নামের পাশে যোগ করেছেন আটটি উইকেটও। যেখানে ব্যক্তিগত সেরা বোলিং ফিগার ২০ রানের বিনিময়ে দুই উইকেট। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগে গ্রুপ ‘বি’তে কেনিয়াকে ৪ উইকেটে হারিয়েছিল ইতালি। সে ম্যাচে ১০ ওভারে ৩৪ রানের বিনিময়ে নিয়েছিলেন একটি উইকেট। তার আগে ব্যাট হাতে ৪৭ বলে করেছিলেন ২৯ রানও।
আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট ইতালি জাতীয় দল কলাবাগান ক্রীড়া চক্র রাকিবুল হাসান