রেকর্ডের দিনে রৌপ্য সঙ্গী বাংলাদেশের
৬ ডিসেম্বর ২০১৯ ১৭:০২
এসএ গেমসে গত দুইদিনে বারবার তীরে এসে তরী ডুবছে বাংলাদেশের। কারাতে, ৪০০ মিটার দৌড়ে স্বর্ণ জেতার কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত সেটি অর্জন করতে পারেনি বাংলাদেশ। হতাশায় এবার যুক্ত হলো এয়ার রাইফেলের ইভেন্ট। ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের প্রতিযোগীর কাছে হেরে রৌপ্য পদক পেয়েছেন বাংলাদেশের আরদিনা ফেরদৌস।
১০ মিটার এয়ার রাইফেলে ২৩৪.৬ পয়েন্ট পেয়েছেন কুষ্টিয়ার মেয়ে আরদিনা। প্রতিপক্ষ ভারতের শ্রী পরমানানথাম স্বর্ণ বাগিয়ে নিয়েছেন ২৩৮.৪ পয়েন্ট করে।
তবে স্বর্ণ জিততে না পারলেও রেকর্ড করেছেন এই শ্যুটার। দক্ষিণ এশিয়ার প্রথম নারী শ্যুটার হিসেবে এসএ গেমসে একক পদক জয়ের কীর্তি গড়লেন আরদিনা।
তার এই রৌপ্য জয়ে এখন পর্যন্ত ৩ টি রূপা এসেছে বাংলাদেশের শ্যুটিংয়ে।
ফাইনালে ২৪ শটের ভেতর টানা ৬ শট দশের ঘরে মেরে স্বর্ণ জয়ের আশা জাগিয়েছিলেন বাংলাদেশি এই শ্যুটার। কিন্তু স্নায়ুচাপ ধরে রাখতে না পেরে হঠাৎ খেলেন ৮.৬ এর একটি শট। কিন্তু এই শটেই তাকে টপকে যান ভারতের পরমানানথাম। ফলে শেষতক রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আরদিনাকে।