Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলবদলে নিষেধাজ্ঞা কমছে চেলসির


৬ ডিসেম্বর ২০১৯ ২০:০১

চেলসি সমর্থকদের জন্য আসছে এক সুখবর। খুব শীঘ্রই দলবদলে নিষেধাজ্ঞা কাটতে যাচ্ছে দলটির। ফলে আগামী জানুয়ারি থেকেই দলবদল করতে পারবে ইংলিশ এই ক্লাবটি।

অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় দলে ভেড়ানোর অপরাধে দুই মৌসুমের জন্য দলবদলে নিষেধাজ্ঞা পায় দলটি। ফলে নতুন কোনো খেলোয়াড় কিনতে পারছিলো না দলটি। এ নিয়ে এতদিন বেশ বিপাকেই ছিলো দ্যা ব্লুরা। কিন্তু নিষেধাজ্ঞা কমে যাবার কারণে জানুয়ারিতেই নতুন খেলোয়াড় দলে ভেড়াতে পারবে চেলসি।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এমনটাই বলেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএসএস), ‘চেলসির আন্তর্জাতিক দলবদলে নিয়মভঙ্গের প্রমাণ আমরা পেয়েছি। তারা দলবদলের অনুচ্ছেদের ১৯.১ এবং ১৯.৩ ধারা ভেঙেছে। যেহেতু দলে অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় ভিড়ানোর পরিমাণ নগণ্য তাই আমরা ফিফাকে বলছি নিষেধাজ্ঞা দুই বছর থেকে কমিয়ে এক বছর করতে এবং সেই সঙ্গে জরিমানা ৬ লাখ থেকে কমিয়ে ৩ লাখ ফ্রাঙ্ক করতে।’

গেলো দলবদলে চেলসি কিনতে পারেনি তাদের মনের মত কোনো খেলোয়াড়। কিন্তু হারিয়েছে তাদের বড় তারকা এডেন হ্যাজার্ডকে। চলতি লিগেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই চেলসি। পরপর দুই ম্যাচ হারের পর অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় পেয়ে টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।

ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসি দলবদল নিষেধাজ্ঞা প্রত্যাহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর