ঘরের মাঠের ম্যাচে রিয়াল মাদ্রিদের ব্যতিক্রমী উদ্যোগ
৬ ডিসেম্বর ২০১৯ ২১:২৭
জলবায়ু সম্মেলনকে স্বাগত জানাতে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। আগামী শনিবার (৭ ডিসেম্বর) লা লিগায় এস্পানিয়লের বিপক্ষে তারা সবুজ জার্সি পড়ে মাঠে নামবে বলে তারা জানিয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে। পেজে তারা জানায়, ” জলবায়ু সম্মেলনের জন্য আমাদের সমর্থন দেখানোর জন্য আমরা শনিবার সবুজে খেলব!”
তাদের এমন পদক্ষেপ বেশ সাদরেই গ্রহণ করেছে সমর্থকরা।
১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে রিয়াল। সমান পয়েন্টে এক গোল ব্যবধানে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।
শনিবার সন্ধ্যা ৬ টায় বার্নাব্যুতে এস্পানিয়লকে আতিথ্য দেবে জিদান শিষ্যরা।