বিপিএলে বাড়তি টিকেটের ব্যবস্থা করলো বিসিবি
৬ ডিসেম্বর ২০১৯ ২২:০৭
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকেটের মূল্য প্রকাশ করেছিলো বিসিবি। যেখানে টিকেটের মূল্য ধরা হয়েছিল সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত। তবে শুক্রবার (৬ ডিসেম্বর) দর্শকদের বাড়তি চাপের কথা ভেবে টিকেটে পরিবর্তন আনছে বিসিবি।
আগের ১ হাজার, আড়াই হাজার, এবং ১০ হাজার এর টিকেটের সাথে যুক্ত হচ্ছে ৫০০০ টাকা মূল্যের টিকেট।
১০ হাজার টাকা মূল্যের টিকিট কেটে যারা আসবেন তারা মঞ্চের একেবারে সামনে অর্থাৎ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠে বসে সালমান-ক্যাটরিনার স্টেজ পারফরম্যান্সের উত্তাপ নিতে পারবেন।
আড়াই হাজার টাকা মূল্যের টিকিটি কেটে বসা যাবে গ্র্যান্ড স্ট্যান্ডে। আর ১ হাজার টাকার দর্শকেরা বসবেন ক্লাব হাউসে।
নতুন ক্যাটাগরির ৫০০০ টাকা দামের এই টিকেট যারা কাটবেন তারাও মাঠে বসেই মঞ্চের কাছাকাছি থেকে দেখতে পারবেন উদ্বোধনী অনুষ্ঠান।
এর ফলে এখন আগের চেয়ে হাজার খানেক বেশি দর্শক অনুষ্ঠান মাঠে বসেই উপভোগ করতে পারবেন বলে আশা করছে বিসিবি।