Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসএলে ঠাঁই হলো না কোনো বাংলাদেশি ক্রিকেটারের


৭ ডিসেম্বর ২০১৯ ১১:৩০

আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৫ম আসর। পিএসলকে সামনে রেখে প্লেয়ার ড্রাফটে নাম লিখিয়েছিলেন ২৩ বাংলাদেশি ক্রিকেটার। তবে শুক্রবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফটে দল পাননি ২৩ জনের কেউই।

এর আগে ৩ ক্যাটাগরিতে ড্রাফটে নাম লেখান তামিম, রিয়াদসহ ২৩ ক্রিকেটার। কিন্তু তাদের দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো দলই।

নাম লেখানো খেলোয়াড়েরা হলেনঃ

ডায়মন্ড ক্যাটাগরিতে স্থান পাওয়া ৪ বাংলাদেশি
অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, ব্যাটসম্যান তামিম ইকবাল, অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

গোল্ড ক্যাটাগরিতে অংশ নেওয়া ১০ ক্রিকেটার
আফিফ হোসাইন, আবুল হাসান রাজু, আমিনুল ইসলাম বিপ্লব, আল আমিন হোসাইন, অলক কাপালি, লিটন দাস, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, ও তাসকিন আহমেদ।

সিলভার ক্যাটাগরিতে জায়গা পাওয়া ৯ ক্রিকেটার
ফরহাদ রেজা, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মুক্তার আলি, মোহাম্মদ নাইম শেখ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফ হাসান।

ড্রাফট শেষে ৬ দলের স্কোয়াডঃ

লাহোর কালান্দার্স
ফখর জামান, মোহাম্মদ হাফিজ, ডেভিড ভিসা, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান শিনওয়ারি, সোহেল আখতার, হারিস রউফ, সালমান বাট, ক্রিস লীন, সামিত প্যাটেল, সেকুগে প্রসন্ন, বেন ডাঙ্ক, ফারজান রাজা, জাহিদ আলি, মোহাম্মদ ফায়জান, লেন্ডল সিমন্স ও দিলবার হুসাইন।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

সরফরাজ আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শেন ওয়াটসন, আহমেদ শেহজাদ, উমর আকমল, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, আহসান আলি, জেসন রয়, বেন কাটিং, ফাওয়াদ আহমেদ, সোহেল খান, তাইমাল মিলস, আব্দুল নাসির, আরিশ খান, আজম খান, কিমো পল ও খুররম মনজুর।

বিজ্ঞাপন

মুলতান সুলতান্স
মোহাম্মদ ইরফান, শহীদ আফ্রিদি, জেমস ভিন্স, জুনায়েদ খান, শান মাসুদ, আলি শফিক, মোহাম্মদ ইলিয়াস, মইন আলি, রাইলি রুশো, জিশান আশরাফ, রবি বোপারা, সোহেল তানভির, খুশদীল শাহ, উসমান কাদির, ফ্যাবিয়ান অ্যালেন, রোহেল নাজির, ইমরান তাহির ও বিলওয়াল ভাট্টি।

ইসলামাবাদ ইউনাইটেড
শাদাব খান, ফাহিম আশরাফ, আসিফ আলি, লুক রনকি, হুসাইন তালাত, আহমাদ বাট, রিজওয়ান হুসাইন, মুসা খান, ডেল স্টেইন, কলিন ইনগ্রাম, কলিন মুনরো, রুম্মন রইস, ফিল সল্ট, জাফর গোহর, আকিফ জাভেদ, আহমেদ শফি আব্দুল্লাহ, সাইফ বদর ও র‍্যাসি ভ্যান ডার ডুসেন।

করাচি কিংস
বাবর আজম, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, আমির ইয়ামিন, উসামা মির, উমের খান, অ্যালেক্স হেলস, ক্রিস জর্দান, শারজিল খান, ক্যামেরুন দেলপোর্ত, মোহাম্মদ রিজওয়ান, উমাইদ আসিফ, ড্যান লরেন্স, আলি খান, আরশাদ ইকবাল, লিয়াম প্ল্যাংকেট ও আওয়াইজ জিয়া।

পেশোয়ার জালমি

ওয়াহাব রিয়াজ, হাসান আলি, কাইরন পোলার্ড, কামরান আকমল, ড্যারেন সামি, ইমাম উল হক, উমর আমিন, টম ব্যান্টন, শোয়েব মালিক, লিয়াম ডসন, মোহাম্মদ মহসীন, রাহাত আলি, ডোয়েইন প্রিটোরিয়াস, আদিল আমিন, আমির খান, আমির আলি, লিয়াম লিভিংস্টোন ও হায়দার আলি খান।

আফিফ হোসেন তামিম ইকবাল পাকিস্তান সুপার লিগ পিএসএল বাংলাদেশী ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ মোহাম্মদ সাইফউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর