লা লিগায় পৃথক ম্যাচে খেলতে নামবে বার্সা, রিয়াল
৭ ডিসেম্বর ২০১৯ ১৪:৫১
রাতে দুই আলাদা ম্যাচে মাঠে নামছে ইনজুরিতে জর্জরিত স্প্যানিশ দুই জায়ান্ট; বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। যেখানে রিয়াল মাদ্রিদ আতিথ্য দেবে এস্পানিয়লকে এবং ন্যু ক্যাম্পে বার্সেলোনা খেলবে মায়োর্কার বিপক্ষে।
বার্নাব্যুতে রাতে রেলিগেশন জোনে থাকা এস্পানিয়লকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। সহজ প্রতিপক্ষের বিপক্ষে বড় জয়ের আশা নিয়ে মাঠে নামবে জিদান শিষ্যরা।
দু’দলের মুখোমুখি ৫২ দেখায় ৩৮ ম্যাচে জিতেছে স্বাগতিকরা। হারের দেখা পেয়েছে মাত্র ৮ টি ম্যাচে। সর্বশেষ ৫ দেখাতেও একবার জয়ের দেখা পেয়েছে সফরকারীরা।
ইনজুরি আক্রান্ত রিয়াল আজ দলে পাবে না গ্যারেথ বেল, মার্সেলো, জেমস রদ্রিগেজ, এডেন হ্যাজার্ডের মত তারকা খেলোয়াড়দের।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি।
অপর ম্যাচে ন্যু ক্যাম্পে বার্সার বিপক্ষে খেলতে নামবে মায়োর্কা। দুই দলের মোট ৩৪ দেখায় ২২ বার জয় পেয়েছে কাতালানরা। বিপরীতে ৭ বার পেয়েছে পরাজয়ের তিক্ততা।
রিয়ালের মত ইনজুরি হানা দিয়েছে বার্সার শিবিরে মহামারি ভাবে। ইনজুরি আজকের ম্যাচ থেকে কেড়ে নিয়েছে আনুস ফাতি, আর্থার হেনরিক, জর্ডি আলবা, উসমান দেম্বেলেকে।
১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। অপরদিকে মাত্র ১ গোল ব্যবধানে পিছিয়ে থেকে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ।
ইনজুরি আক্রান্ত বার্সেলোনা রিয়াল মাদ্রিদ লিওনেল মেসি স্প্যানিশ লা লিগা