Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় দিয়ে এসএ গেমসের ফাইনালে সৌম্য-শান্তরা


৭ ডিসেম্বর ২০১৯ ১৩:১৮

নেপালকে ৪৪ রানে হারিয়ে অপরাজিত থেকে এসএ গেমসের ফাইনালে উঠলো বাংলাদেশ।

ক্রিতিপুরে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় নেপাল। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় লাল সবুজ জার্সিধারিরা। ৫৯ রানে ৪ টপ অর্ডার সাজঘরে ফিরলে কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

কিন্তু নাজমুল শান্ত এবং আফিফ হোসেনের ব্যাটিং নৈপূণ্যে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নেপালের সামনে দাঁড় করিয়ে দেয় ১৫৬ রানের লক্ষ্য। ২৮ বলে ৫২ রান করে আফিফ ফিরলেও উইকেট আগলে বসে থাকেন শান্ত। ৬০ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন তিনি।

ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৫ রান। নেপালের হয়ে তিন উইকেট নেন পরশ খাদকা।

জবাবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ৭ রানে স্বাগতিক শিবিরে প্রথম আঘাত হানেন তানভির ইসলাম।

এরপর নিয়মিত উইকেট পতন এবং বাংলাদেশি বোলারদের কিপটে বোলিংয়ে নেপালের ইনিংস থামে ৯ উইকেটে ১১১ রানে। ফলে ৪৪ রানের সহজ জয় দিয়ে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ।

স্কোরঃ

বাংলাদেশ- ১৫৫/৬; নাজমুল শান্ত (৭৫*), আফিফ হোসেন (৫২); পরশ খাদকা ৩/১৫

নেপাল- ১১১/৯; জ্ঞানেন্দ্র মাল্লা (৪৩), তানভির ইসলাম ২/২০, সৌম্য সরকার ২/২০

১৩তম এসএ গেমস টপ নিউজ ফাইনালে বাংলাদেশ


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর