Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের ৭ম স্বর্ণ এলো ফেন্সিং থেকে


৭ ডিসেম্বর ২০১৯ ১৫:২৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৬

এসএ গেমসের ৭ম দিনে ফেন্সিংয়ের হাত ধরে এলো বাংলাদেশের ৭ম স্বর্ণ। সেভার ইভেন্টে ফাতেমা মুজিব এনে দিলেন বাংলাদেশকে দিনের তৃতীয় স্বর্ণ।

এর আগে দিনের শুরুতে মাবিয়া আক্তার নারীদের ৭৬ কেজি শ্রেণিতে শ্রীলঙ্কার প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণ জিতেছিলেন। এরপর পুরুষ ১০২ কেজি শ্রেণিতে বাংলাদেশকে স্বর্ণ এনে দিলেন জিয়ারুল ইসলাম।

গেমসের দ্বিতীয় দিনে বাংলাদেশকে এবারের আসরের প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন তায়কোয়ান্দো থেকে দিপু চাকমা। তার পর দিন কারাতে থেকে আরও তিনটি স্বর্ণপদক পেয়েছিলো বাংলাদেশ। কারাতে থেকে স্বর্ণ এনে দিয়েছিলেন আল আমিন, হুমায়রা এবং মারজান।

বিস্তারিত আসছে…

১৩ তম এসএ গেমস ফেন্সিং