Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কার কাছে হোঁচট খেলো সাইফ-আফিফরা


৮ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৪

একদিকে নারী ক্রিকেটে যেখানে বাংলাদেশের মেয়েরা শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণজয় করেছে, ঠিক তার বিপরীত চিত্র দেখিয়েছে বাংলাদেশের ছেলেরা। সেই শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটে হেরে বসে লাল সবুজের জার্সিধারিরা।

কৃতিপুরের ত্রিভুবন স্টেডিয়ামে টসে জিতে শান্ত-সৌম্য বিহীন বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ২১ রান তুলতেই তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান।

বিজ্ঞাপন

দ্রুত উইকেট পতনে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে চলে গেলে দলের হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং ইয়াসির আলি। এ দুজনের ব্যাটে ভর করে ১০০ পেরোয় লাল সবুজের প্রতিনিধিরা।

৪৪ রানে অঙ্কন এবং ৫১ করে ইয়াসির ফিরলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন জাকির এবং মেহেদী। শেষতক ৬ উইকেটে ১৫১ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার নিশাঙ্কা এবং ব্যাটসম্যান লাসিথ ক্রুস্পুলের ব্যাটিং তাণ্ডবে মাত্র এক উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। নিশাঙ্কা অপরাজিত থাকেন ৫২ বলে ৬৭ করে এবং ক্রুস্পুলে ৪১ বলে ৭৩ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ফাইনালে স্বর্ণের লক্ষ্যে লড়বে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।

১৩ তম এসএ গেমস বাংলাদেশ শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর