বাংলাদেশকে গোলাপি বলে টেস্ট খেলতে প্রস্তাব পাকিস্তানের
৮ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৬
ধোঁয়াশা কাটছেই না বাংলাদেশ-পাকিস্তান সিরিজের। পূর্ণাঙ্গ সিরিজ খেলবে নাকি শুধু টি-২০ সিরিজ খেলবে সেটি এখনও জানায়নি বিসিবি।
আসন্ন পাকিস্তান সফরে বাংলাদেশ ক্রিকেট দলকে দিবা রাত্রির টেস্ট খেলতে প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোতে এমন প্রতিবেদনই প্রকাশিত হয়েছে।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, করাচীতে বাংলাদেশের সাথে ফ্লাডলাইটের কৃত্তিম আলোতে দিবা রাত্রির টেস্ট খেলতে চায় পাকিস্তান।
আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুই টেস্ট এবং তিন টি-২০ খেলার কথা থাকলেও পরিস্কার করে সেই ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি বিসিবি। কিন্তু বাংলাদেশ শুধু টি-২০ খেলতে যেতে চায় পাকিস্তান। আর টেস্ট খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেলতে নারাজ।
সেই চিন্তা থেকেই বাংলাদেশকে দিবা রাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। \
আগামী ১১ ডিসেম্বর প্রায় এক দশক পর টেস্ট ফিরতে যাচ্ছে পাকিস্তানে। ফেরার টেস্টে পাকিস্তান খেলবে শ্রীলংকার বিপক্ষে। মিকি আর্থারের অধীনে শক্তিশালী দল নিয়ে পাকিস্তান যাচ্ছে শ্রীলংকা। এর আগে শ্রীলংকা, জিম্বাবুয়ে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ খেললেও টেস্ট খেলেনি পাকিস্তানে।