আন্তর্জাতিক খেলায় ড্রাগ হিসেবে স্বীকৃত মেলনাডিয়াম সাধারণ ঔষধ হিসেবে ব্যবহার করায় আন্তর্জাতিক ক্রীড়া থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হল রাশিয়া। বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) সোমবার (৯ ডিসেম্বর) এই সিদ্ধান্ত জানায়।
সুইজারল্যান্ডে ওয়াডার কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে ২০২০ টোকিও অলিম্পিক এবং ২০২২ কাতার ফুটবলে অংশ নিতে পারবে না রাশিয়া।
তবে যে সকল অ্যাথলেট ব্যাক্তিগতভাবে অংশ নিতে ইচ্ছুক, তাদের ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং রাশিয়ার নাম ব্যবহার না করে তাদের খেলায় অংশ নিতে হবে। তবে আপিল করার জন্য রাশিয়া ২১ দিন সময় হাতে পাবে।
এর আগে ২০১৪ সালে ডোপ পজিটিভ হবার কারণে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল রাশিয়া। যার ফলে ২০১৮ সালে শীতকালীন অলিম্পিকে রাশিয়ার ১৫০ এর বেশি অ্যাথলেট অংশগ্রহণ করেছিলেন রাশিয়ার পতাকা ব্যতীত।
মূলত মেলনাডিয়াম আন্তর্জাতিক ক্ষেত্রে নিষিদ্ধ হবার পর থেকেই ডোপ টেস্টে অপরাধী হতে শুরু করে রাশিয়ান অ্যাথলেটরা। যদিও রাশিয়ান কতৃপক্ষের দাবি, এটি নিছকই তাদের সাধারণ একটি ঔষধ হিসেবে তাদের অ্যাথলেটরা ব্যবহার করতেন।