ভারত-মালদ্বীপ চ্যাম্পিয়নদের পেল বসুন্ধরা কিংস
১০ ডিসেম্বর ২০১৯ ১৬:৩১
ঢাকা: ২০২০ সালের এএফসি কাপের ড্র হয়ে গেল আজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসরা সরাসরি খেলবে এএফসি কাপের গ্রুপ পর্বে। প্রথম ফিক্সচারে ভারতের আই-লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি বা আইএসএল রানার্স আপ এফসি গোয়া ও মালদ্বীপের দিবেহী প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে বসুন্ধরা কিংস পড়েছে সাউথ জোনের ‘ই’ গ্রুপে। প্রথমবারের মতো এএফসি কাপে খেলবে কিংস।
গ্রুপে বসুন্ধরা কিংস খেলবে ভারতের চেন্নাই সিটি বা এএফসি গোয়া ও মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে। প্লে অফ থেকে উঠে আসা চ্যাম্পিয়ন দল খেলবে এই গ্রুপে।
প্লে অফ খেলবে দক্ষিণ এশিয়ার পাঁচটি দল। বাংলাদেশের আবাহনী, ভারতের ব্যাঙ্গালুরু এফসি, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিয়াকশন ক্লাব, শ্রীলংকার ডিফেন্ডারর্স ফুটবল ক্লাব এবং ভুটানের পারো ফুটবল ক্লাব। ঢাকা আবাহনী সরাসরি বাছাইপর্বের দ্বিতীয় পর্বে খেলবে।
গ্রুপ পর্বের খেলা শুরু হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি থেকে।
এএফসি কাপ ২০২০ এফসি গোয়া চেন্নাই সিটি টিসি স্পোর্টস বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগ