Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হকিতে বড় জয় পেল সোনালী ব্যাংক ও বিকেএসপি


১০ ডিসেম্বর ২০১৯ ২১:০২

ঢাকা: ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকির চতুর্থ দিনে বড় জয় পেয়েছে সোনালী ব্যাংক ও বিকেএসপি। চলতি টুর্নামেন্টে সোনালী ব্যাংকের এটা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে ড্রয়ের পর বিকেএসপিও তাদের প্রথম জয় তুলে নিয়েছে নিজেদের দ্বিতীয় ম্যাচেই। সঙ্গে টানা তিন ম্যাচে হারে স্বাদ নিয়েছে বাংলাদেশ নৌ বাহিনী। প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

গুলিস্তানস্থ মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ মঙ্গলবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ৮-১ ব্যবধানের বিশাল ব্যবধানে হারিয়েছে বিকেএসপি।

বিজ্ঞাপন

দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনীকের ৬-৩ ব্যবধানে হারিয়েছে সোনালী ব্যাংক।

প্রথম ম্যাচে বিশাল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে বিকেএসপি। দলের হয়ে জোড়া গোল করেছেন রাকিবুল হাসান ও দেবাশিষ কুমার। একটি করে গোল করেন শাহেদুর রহমান, ওবায়দুল হোসেন, আমিরুল ইসলাম ও জাহিদ হোসেন। পুলিশের হয়ে একমাত্র গোলটি আসে জাহিদ হোসেনের স্টিক থেকে।

দ্বিতীয় ম্যাচে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে সোনালী ব্যাংক। দলের হয়ে হ্যাটট্রিকসহ চার গোল করেন একাই মাহবুব হোসেন। বাকী দুটি গোল আসে রাজীব দাস ও প্রিন্স লাল। বিমান বাহিনীর হয়ে জোড়া গোল করে সজীব হোসেন। বাকী গোলটি আসে রাজু আহমেদের স্টিক থেকে।

একদিন বিরতি রেখে আগামী ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নৌ বাহিনীর বিপক্ষে নামবে বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ সেনা বাহিনীর বিপক্ষে নামবে বিকেএসপি।

বাংলাদেশ পুলিশ বাংলাদেশ বিমান বাহিনী বিকেএসপি বিজয় দিবস হকি সোনালী ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর