জেসুসের হ্যাট্রিকের দিনে ম্যানচেস্টার সিটির জয়
১২ ডিসেম্বর ২০১৯ ১০:১৭
আগুয়েরোর ইনজুরিতে পড়ায় দলে ডাক পান গ্যাব্রিয়েল জেসুস। দলে ফিরেই করলেন দুর্দান্ত এক হ্যাট্রিক। সেই সাথে ভাঙ্গে দিলেন প্রতিপক্ষ ডায়নামো জাগরেবের প্রথম বারের মতো শেষ ষোলোয় উঠার স্বপ্ন। প্রথমে পিছিয়ে পরেও জাগরেবের মাঠে ম্যান সিটি পায় ৪-১ গোলের বড় জয়।
ঘরের মাঠে ম্যাচের ১০ মিনিটেই ড্যানিয়েল ওলমোর গোলে এগিয়ে যায় জাগরেব। ৩৪ মিনিটে আকাশী নীলদের ত্রাতা হয়ে ম্যাচে সমতা ফেরান জেসুস।
সমতা নিয়ে ম্যান সিটি তাদের দ্বিতীয়ার্ধ শুরু করে বেশ আগ্রাসি হয়ে। ৫০ মিনিটেই দলকে লিডে নিয়ে যান জেসুস। করে ফেলেন ক্যারিয়ারের ১০০ তম গোল।
ঠিক তার ৪ মিনিট পর স্বাগতিকদের জালে ৩য় বারের মতো বল জড়ান জেসুস। সেই সাথে পূর্ণ করেন তাঁর হ্যাট্রিকও। ম্যান সিটির জার্সি গায়ে এটি তাঁর ৫৫ তম গোল।
জেসুসের হ্যাট্রিকে এমনিতেই হারের স্বাদ পাচ্ছিলো স্বাগতিক ডায়নামো জাগরেব। সেই হার পাকা পোক্ত করতেই যেন ৮৪ মিনিটে গোল করেন ফোডেন। ফলে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলা শিষ্যরা।
এই হারে গ্রুপ পর্ব থেকেই বাদ পরেছে ডায়নামো জাগরেব। আর ১৪ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে থেকেই শেষ ষোলোতে উঠলো ম্যানচেস্টার সিটি।