ব্রুজের মাঠে প্রথম জয় রিয়ালের
১২ ডিসেম্বর ২০১৯ ১১:১৩
প্রথমবারের মতো বেলজিয়ামের ক্লাব ব্রুজের মাঠে খেলতে গিয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গিয়েই ৩-১ গোলে ব্রুজ জয় করে ফিরলো জিদান শিষ্যরা। ব্রুজের মাঠেতো বটেই; এই জয় বেলজিয়ামের ক্লাবটির বিপক্ষেও রিয়ালের প্রথম জয়।
‘এ’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধের অতিরিক্ত সময় এগিয়ে প্রায় গিয়েছিলো স্বাগতিকরা। কিন্তু বাঁধ সাধে ভিএআর। বেলজিয়ান ক্লাবটির করা গোলটি ভিএআর দেখে বাতিল ঘোষণা করেন রেফারি।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে রদ্রিগোর চমৎকার ফিনিশিংয়ে লিড নেয় রিয়াল। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি সফরকারীরা। দুই মিনিট পর স্বাগতিকদের সমতায় ফেরান হান্স ভানাকেন।
৬৪ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াসের গোলে আবারো এগিয়ে যায় রিয়াল। সতির্থ রদ্রিগোর পাসে স্কোরলাইন ২-১ করেন ভিনিসিয়াস জুনিওর।
দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ব্রুজদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লুকা মদ্রিচ। ক্যাসিমেরোর বাড়ানো পাস থেকে বল জালে জড়িয়ে ৩-১ এর জয় নিশ্চিত করেন তিনি।
এই জয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নক আউট পর্বে ঢুকলো জিদানের দল। ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পিএসজি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ক্যাসিমেরো নক আউট পর্ব রিয়াল মাদ্রিদ লুকা মদ্রিচ