Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে প্রথম নারী ধারাভাষ্যকার


১২ ডিসেম্বর ২০১৯ ২০:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই প্রথম বিপিএলে নারী কণ্ঠের ধারাভাষ্য শুনছেন ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার আনজুম চোপড়া এসেছেন বঙ্গবন্ধু বিপিএলে ধারাভাষ্যকার হয়ে।

২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর পেশা হিসেবে ধারাভাষ্যকেই বেছে নিয়েছেন আনজুম। এই পেশায় তিনি ক্যারিয়ার শুরু করেছেন আইপিএল দিয়ে। স্মার্ট উপস্থাপনায় নিয়মিতই ভারতীয় ক্রিকেট ভক্তদের বুঁদ করে রাখেন ভারত নারী দলের সাবেক এই অলরাউন্ডার। বিপিএলেও যা অব্যাহত আছে।

৪২ বছর বয়সী আনজুম ধারাভাষ্য ছাড়াও লেখনি, অভিনয়, মোটিভেশনাল বক্তা ও পরামর্শক হিসেবে ইতোমধ্যেই সুখ্যাতি কুড়িয়েছেন। আনজুম চোপড়ার জন্ম ১৯৭৭ সালের ২০ মে। বাবা কৃঞ্চান চোপড়া, মা পুনম চোপড়া। আনজুমের ছোট ভাই নিরভান চোপড়া দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন।

বিজ্ঞাপন

ভারত নারী ক্রিকেট দলের হয়ে সাদা পোষাকে ১২টি ম্যাচ খেলা আনজুম ওয়ানডে খেলেছেন ১২৭টি ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৮টি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর