৯১ তেই গুটিয়ে গেলো সিলেট
১৩ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৭
নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী রয়্যালসের সামনে দাঁড়াতেই পারলো না সিলেট থান্ডার্স। রাজশাহীর বোলিং তোপে ৯১ রানেই গুটিয়ে গেলো সিলেটের ইনিংস।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে ব্যাট করতে পাঠায় রাজশাহী। দলীয় ৩৫ রানে ওপেনার রনি তালুকদারের বিদায়ের পরই শুরু হয় ব্যাটিং ধ্বস।
দলীয় ৪১ রানে সিলেট শিবিরে পরপর আঘাত হানেন অলক কাপালি। জনসন চার্লস এবং জীবন মেন্ডিসকে ফিরিয়ে চাপে ফেলে সিলেটকে।
এরপর মোহাম্মদ মিঠুনের সাথে কিছুটা প্রতিরোধ গড়ার চেস্টা করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তবে খুব বেশিক্ষণ করতে পারেননি প্রতিরোধ। দলের রান যখন ৭২ সেসময় সাজঘরে ফিরে যান মিঠুন। তাঁর দেখাদেখি ৮১ রানের মাথায় ফেরেন মোসাদ্দেকও।
এরপর দলের খাতায় ৬ রান যোগ করতে না করতেই সাজঘরে ফেরেন আরও তিন ব্যাটসম্যান। এমন নিয়মিত উইকেট পতনে সিলেটের ইনিংস থমকে যায় মাত্র ৯১ রানে।
দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন মোহাম্মদ মিঠুন এবং মোসাদ্দেক সৈকত। রাজশাহীর হয়ে ৩ উইকেট নেন অলক কাপালি এবং দুতি করে উইকেট পান বোপারা এবং ফরহাদ রেজা।