Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের বিপক্ষে সহজ জয় রাজশাহীর


১৩ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ১৭:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট থান্ডার্সকে ৮ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিলো রাজশাহী।

সিলেটের দেয়া ৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রাজশাহী। ইনিংসের তৃতীয় বলেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার হজরতউল্লাহ জাজাই। নাইম হাসানের বলে বোল্ড হয়ে ফিরে যান এই আফগান ব্যাটসম্যান।

এরপর শুরু হয় আফিফ এবং লিটন দাসের ব্যাটিং ঝড়। দুইজনের ব্যাটে ভর করে জয়ের দিকে দ্রুত এগিয়ে যেতে থাকে রাজশাহী। তবে ব্যক্তিগত ৩০ রানে আফিফের বিদায় হলে দলকে জেতানোর গুরুভার পড়ে লিটন এবং শোয়েব মালিকের ওপর।

লিটনের অপরাজিত ২৬ বলে ৪৪ রান এবং শোয়েব মালিকের ১৬ রানে ভর করে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী।

বিজ্ঞাপন

এর আগে টসে জিতে সিলেটকে ব্যাট করতে পাঠায় রাজশাহী দলপতি আন্দ্রে রাসেল। মিডল অর্ডারদের ব্যর্থতায় সিলেটের ইনিংস ৯১ রানে থমকে যায়।

বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ রাজশাহী রয়্যালস সিলেট থান্ডার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর