আগামি বছরের এপ্রিলে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩ তম আসর। আইপিএলের এবারের আসরকে সামনে রেখে ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম। ইতোমধ্যেই ৩৩২ জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে নাম রয়েছে বাংলাদেশের ৫ জন ক্রিকেটারের।
বাংলাদেশ থেকে তালিকায় ঠাই পাওয়া ক্রিকেটাররা হলেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
নিষিদ্ধ থাকার কারণে এবারের নিলামে জায়গা করে নিতে পারেননি সাকিব আল হাসান।