একটি জয়ের জন্য মুখিয়ে সিলেট
১৩ ডিসেম্বর ২০১৯ ১৮:১৩
বঙ্গবন্ধু বিপিএলের শুরুটা ভীষণ বাজে করেছে সিলেট থান্ডার। নিজেদের খেলা দুই ম্যাচের দুটিতেই মাঠ ছেড়েছে বড় হারের গ্লানি নিয়ে। টানা এই দুই হারে দলটির শেষ চারের পথ হয়ে উঠেছে বন্ধুর। এমতাবস্থায় একটি জয় খুব করে চাইছে দলটি।
সিলেটের হারের শুরুটা হয়েছে ১১ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেদিন মিরপুর শের-ই-বাংলায় টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেটের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য চট্টলার দলটি ছুঁয়েছে মাত্র ৫ উইকেটর খরচায়। শেষ হারটি এসেছে ১৩ ডিসেম্বর (শুক্রবার)।
একই ভেন্যুতে চট্টগ্রামের কাছে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় মোসাদ্দেক হোসেন সৈকত ও তার দল। ৯২ রানের সহজ লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে রাজশাহী রয়্যালস। ব্যাক টু ব্যাক হারে বিপর্যন্ত দলটির সদস্য নাইম হাসান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে একটি জয়ের কাতরতা জানালেন। এবং তিনি বিশ্বাস করেন একটি জয়ে তাদের শিবিরে ধরা দিলেই সব ঠিক হয়ে যাবে।
আসলে আমাদের একটি জয় দরকার। যখন হারি কথা হয়। একটি ম্যাচ জিতলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে।’
শনিবার (১৩ ডিসেম্বর) টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের মুখোমুখি হবে সিলেট থান্ডার।