Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেএসপিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় সোনালী ব্যাংকের


১৩ ডিসেম্বর ২০১৯ ২০:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকি টুর্নামেন্টের ৬ষ্ঠ দিনের একমাত্র ম্যাচে শ্বাসরুদ্ধ জয় পেয়েছে সোনালী ব্যাংক। টুর্নামেন্ট এটা সোনালী ব্যাংক টানা দ্বিতীয় জয়। এদিকে বিকেএসপি টানা দ্বিতীয় হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে।

গুলিস্তানস্থ মাওলানা ভাসানী স্টেডিয়ামে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেএসপিকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে সোনালী ব্যাংক।

এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ নৌ বাহিনীর কাছে হেরে মিশন শুরু করে সোনালী ব্যাংক। দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশ সেনা বাহিনীকে হারিয়ে  ঘুরে দাঁড়ায়। তৃতীয় ম্যাচে টানা দ্বিতীয় জয় তুলে নেয় সোনালী ব্যাংক।

অন্যদিকে প্রথম ম্যাচে ড্র করে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশকে হারিয়ে জয়ে ফেরা বিকেএসপি তৃতীয় ম্যাচে হারের স্বাদ নেয়। চতুর্থ ম্যাচে আজ সোনালী ব্যাংকের কাছে দ্বিতীয় হারের স্বাদ নেয় বিকেএসপি।

বিজ্ঞাপন

আজ পূর্ণ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচটি বগলদাবা করে নেয় সোনালী ব্যাংক।

৫৪ মিনিট পর্যন্ত ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল বিকেএসপি। জোড়া গোল করে ওবায়দুল হোসেন। একটি গোল করেন তাসিন আলি। অন্যদিকে ম্যাচে শেষ চার মিনিটে দুটি গোল করে জয় ছিনিয়ে নেয় সোনালী ব্যাংক। দলের হয়ে জোড়া গোল করেন মাহবুব হোসেন। একটি করে গোল করেন প্রিন্স লাল ও শাওন। ম্যাচের এক মিনিট আগে শাওনের গোলেই লিড ভাঙার পাশাপাশি জয় নিশ্চিত করে সোনালী ব্যাংক।

আগামিকাল একই ভেন্যুতে বিকাল ৩টায় বাংলাদেশ বিমান বাহিনীর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর