Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলফলকের অপেক্ষায় রিয়াল


১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫৯

সারাবাংলা ডেস্ক

লা লিগায় দলটির শিরোপা আছে ৩৩টি। লিগে ৫ হাজার ৫০০তম গোলের মাইলফলকও তাদের। এতোকিছুর পর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবার চেয়ে আছে নতুন রেকর্ড স্পর্শের দিকে। চলতি মৌসুমে লা লিগার পয়েন্ট তালিকায় চার নম্বরে থাকা দলটি এবার ছুঁতে যাচ্ছে ৬ হাজার গোলের মাইলফলক, সেজন্য দরকার আর মাত্র তিন গোল।

রিয়াল বেতিসের বিপক্ষে আজ রাতে মাঠে নামবে রোনালদো-বেনজেমারা। এই ম্যাচে প্রতিপক্ষের জালে ৩ বার বল জড়ালেই লা লিগায় ৬ হাজার গোলের মাইলফলক স্পর্শ করবে জিনেদিন জিদানের ছাত্ররা।

লা লিগায় রিয়াল মাদ্রিদের যাত্রা শুরু হয় ১৯২৮ সালে, এখন পর্যন্ত দলটির সংগ্রহে আছে ৫ হাজার ৯৯৭ গোল। ক্রিস্টিয়ানো রোনালদো এন্ড কোং এবার আশায় আছে তিন গোল করে আজকের ম্যাচেই মাইলফলকে পা রেখে কাঙ্ক্ষিত ইতিহাস লেখানোর।

লা লিগায় ১৯২৮-২৯ মৌসুমে রিয়ালের হয়ে প্রথম গোল করেছিলেন জেইম লাজকানো। সিই ইউরোপার বিপক্ষে সেই গোল দিয়ে রিয়ালের হয়ে গোলের খাতা খোলেন এই ফুটবলার। সেই ম্যাচে একাই চার গোল করে দলকে ৫-০ গোলের জয় এনে দিয়েছিলেন লাজকানো।

লা লিগায় ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে সময় লেগেছে ২২ বছর। ১৯৫০ সালের ৫ নভেম্বর অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ৫-২ গোলে জয় পায় মাদ্রিদ। সেই ম্যাচে ম্যানুয়েল ফার্নান্দেজ স্পর্শ করেন দলের ১ হাজারতম গোলের মাইলফলক।

রিয়ালের ২ হাজারতম গোলের মাইলফলকের দেখা পেয়েছিলেন পাকো জেন্তো। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পোন্তেভেদরার বিপক্ষে ৩-১ গোলে জেতা সেই ম্যাচে রিয়ালের ২ হাজারতম গোলের রেকর্ডের নায়ক ছিলেন তিনি।

এরপর ১৯৮২ সালের ২০ জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের আরেক তারকা হুয়ান গোমেজ করেন দলের ৩ হাজারতম গোল। এই রেকর্ডের পর চার হাজার গোলের মাইলফলক ছুঁতে রিয়ালের সময় লেগেছে ১২ বছর। চিলিয়ান তারকা ইভান জামোরানোর গোলে চার হাজারের মাইলফলক স্পর্শ করে স্প্যানিশ ক্লাবটি। রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে ৫-০ গোলে জয় পাওয়া সেই ম্যাচে জামোরানো করেন দুই গোল। রিয়ালের ৪ হাজার ৫০০তম গোল এসেছিল আরেক কিংবদন্তি রাউল গঞ্জালেসের পা থেকে।

বিজ্ঞাপন

এরপর ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বরে ঘরের মাঠ বার্নাব্যুতে নুমান্সিয়ার বিপক্ষে ৪-৩ গোলে জয় পায় রিয়াল। ওই ম্যাচে রিয়ালকে ৫ হাজার গোলের মাইলফলক ছুঁতে সাহায্য করেন গুতি। চার বছর পর ২০১২-১৩ মৌসুমে ৫ হাজার ৫০০তম গোলের দেখা পায় রিয়াল। মালাগার বিপক্ষে লুকা মডরিচ করেছিলেন মাইলফলক ছোঁয়া সেই গোলটি।

রিয়ালের সমর্থকরা এবার অপেক্ষায় আছে ৬ হাজারতম গোলের মাইলফলকের। লস ব্লাঙ্কোসদের জার্সিতে এবারের মাইলফলক কে ছোঁবেন সেই অপেক্ষায় ফুটবল বিশ্ব।

সারাবাংলা/এসএন/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর