Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থামছেই না লিভারপুলের জয়রথ


১৪ ডিসেম্বর ২০১৯ ২১:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ড্রয়ের পর আবার জয়রথ ছুটেছে ইংলিশ জায়ান্ট লিভারপুলের। ঘরের মাঠে ওয়েটফোর্ডকে ২-০ গোলে হারিয়ে তুলে নিয়েছে চলতি লিগে নিজেদের অষ্টম জয় এবং সেই সাথে করেছে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার ক্লাব রেকর্ড।

শনিবার (১৪ ডিসেম্বর) ঘরের মাঠে ওয়েটফোর্ডকে ম্যাচের শুরু থেকেই চেপে ধরে অল রেডরা। লিগের তলানির এই দলের দিকে একের পর এক আক্রমণ ছুঁড়ে দিচ্ছিলো স্বাগতিকরা। কিন্তু প্রতিবারই বাঁধ সাধছিলো সফরকারীদের রক্ষণভাগ।

ম্যাচের ৩৮ মিনিটে ডেডলক ভাঙ্গেন মোহাম্মদ সালাহ। ডি বক্সের ভেতর সাদিও মানির পাস থেকে স্বাগতিকদের প্রথম লিড এনে দেন এই ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

এরপর দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ হাতছাড়া করে ক্লপের শিষ্যরা। পাল্টা আক্রমণও আসছিল বেশ।

ম্যাচের ঠিক শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে অ্যানফিল্ড আবারো সরগরম করে দেন সালাহ। বদলি হিসেবে নামা অরিগির পাস থেকে ওয়েটফোর্ডের জালে দ্বিতীয়বারের মতো বল জড়ান তিনি। আর তাতেই ২-০ তে জয় নিয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়তে হয় অল রেডদের।

১৭ ম্যাচে ১৬ জয় আর ১ ড্রতে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ক্লপ শিষ্যরা।

ইংলিশ প্রিমিয়ার লিগ মোহাম্মদ সালাহ লিভারপুল লিভারপুলের জয়রথ