Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেনাল্টি না পাওয়ায় রেফারির উপর চটেছে বার্সেলোনা


১৫ ডিসেম্বর ২০১৯ ১২:৪৩

লা লিগায় এল ক্লাসিকোর আগে অনেকটা নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয় বার্সেলোনা। আর এই ম্যাচেই ড্র করে হোঁচট খেয়েছে আর্নেস্টো ভালভার্দের দল। তবে ম্যাচ ড্র’য়ের থেকে বার্সেলোনার ফুটবলার থেকে কোচ এবং প্রেসিডেন্ট পর্যন্ত চটেছেন পেনাল্টি না দেওয়ায়। বার্সেলোনার দাবী একটি পেনাল্টি অন্ততপক্ষে পেতে পারত তারা।

ম্যাচের একটি পর্যায়ে দেখা যায় ডি বক্সের মধ্যে জেরার্ড পিকের জার্সি টেনে ধরেন সোসিয়েদাদের ফুটবলার। তবে রেফারি এই বিষয়টি খেয়ালই করেননি। আর বার্সেলোনার ফুটবলারদের আবেদন স্বত্বেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য না নেওয়ায় আরও বেশি ক্ষিপ্ত বার্সেলোনার ফুটবলাররা।

বিজ্ঞাপন

এই সম্পর্কে বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ বলেন, ‘আমাদের বিরুদ্ধে এমন সিদ্ধান্তের কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আমরা জানতে চাইবো।‘

কেবল প্রেসিডেন্টই নয়, এই পেনাল্টির আবেদন নাকচ হওয়ায় চটেছেন বার্সেলোনার কোচ আর্নেস্টো ভালভার্দেও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভালভার্দে বলেন, ‘আসলে একজন কোচ হিসেবে এই ব্যাপারটি আমি আমার দলের দিকেই টানব। তবে আমি আসলে জানি না কি হয়েছিল সেখানে। আর এটি আবারও আমার দেখতে হবে যে সেখানে কি ঘটেছিল। আমি এটাও জানি না যে চতুর্থ রেফারি সেটা পর্যবেক্ষণ করেছিল কিনা।‘

বার্সেলোনার প্রেসিডেন্ট এবং কোচ সাধারণ ভুল হিসেবে দেখলেও ফুটবলাররা বেশ চটেছেন এমন সিদ্ধান্তে। সার্জিও বুস্কেটস বলেন, ‘প্রথমে যখন আমাদের বিরুদ্ধে পেনাল্টি দেওয়া হলো তখন হয়তো আমি শার্ট টেনে ধরেছিলাম। কিন্তু দ্বিতীয় পেনাল্টিও তো আমাদের পক্ষে যেতে পারত এই হিসেব করলে। আমার বিরুদ্ধে যে পেনাল্টি দেওয়া হয়েছে সেটার থেকে পরিষ্কার পেনাল্টি ছিল পিকেকে ফাউল করাটা। আমি জানি না রেফারি কেন ভিএআর দেখল না।‘

বিজ্ঞাপন

কেবল সার্জিও বুস্কেটসই নন, সেই সঙ্গে রেফারির ওপর চটেছেন ফ্র্যাঙ্কি ডি ইয়ংও। এই মিড ফিল্ডার বলেন, ‘রেফারি যদি বুস্কেটেসের বিরুদ্ধে পেনাল্টি দিতে পারে তবে পিকেকে ফাউল করার কারণেও এই পেনাল্টিটি দেওয়া উচিত ছিল। এর পেছনের কারণ জানাটা আসলেই অনেক বেশি কষ্টকর হবে।‘

এর আগেই অবশ্য এল ক্লাসিকোর রেফারি নিয়ে প্রশ্ন তোলে রিয়াল মাদ্রিদ। কারণ এল ক্লাসিকোর রেফারিকে ঘিরে রিয়ালের রয়েছে বেশ তিক্ত অভিজ্ঞতা। ক্রিস্টিয়ানো রোনালদোর লাল কার্ড, সার্জিও রামোসের লাল কার্ড কিংবা গ্যারেথ বেলের গোল বাতিল করা। সব মিলিয়ে এল ক্লাসিকোতে এই রেফারি ওপর যেন আস্থায় রাখতে পারছেন না রিয়াল মাদ্রিদ।

এল ক্লাসিকো পেনাল্টি বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ বার্সেলোনা বনাম রিয়াল সোসিয়েদাদ রেফারি সার্জিও বুস্কেটস স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর