Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমার-এমবাপে জুটিতে ভর দিয়ে বড় জয় পিএসজির


১৬ ডিসেম্বর ২০১৯ ০৯:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি মৌসুমে জয়রথ যেন থামছেই না ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সেইন্ট এঁতিয়েনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ছিনিয়ে আনলো লিগে তাদের টানা চতুর্থ জয়।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই পিএসজির কাছে চাপে থাকে সেইন্ট এঁতিয়েন। আক্রমণের ঢেউ তুলে ম্যাচের নবম মিনিটেই সফরকারীদের প্রথম লিড এনে দেন লিয়েন্দ্রো পেরাদেস।

পাল্টা আক্রমণে ফিরতে মরিয়া হয়ে উঠে স্বাগতিকরা। কিন্তু ২৫ মিনিটের মাথায় জো আহুলু বাজে ট্যাকেল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। ফলে সেই আক্রমণে ভাঁটা পড়ে যায়।

সেই সুযোগ কাজে লাগিয়ে গোল উৎসবে মেতে উঠে পিএসজি। ৪৩ মিনিটে নেইবারের পাসে দলকে দ্বিতীয় লিড এনে দেন কিলিয়ান এমবাপে।

বিজ্ঞাপন

বিরতির পর প্রতিপক্ষের ওপর আক্রমণের ধার বাড়িয়ে দেয় টুখেল শিষ্যরা। ৭২ মিনিটে ৩য় গোল দিয়ে স্কোরশিটে নাম লেখান ইকার্দি।

ম্যাচের শেষ মিনিটে নেইমার-ইকার্দি জুটি সেইন্ট এঁতিয়েনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। সেই সাথে দলকে এনে দেন ৪-০ গোলে বড় জয়।

১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। অপরদিকে ১৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে একাদশ অবস্থানে রয়েছে সেইন্ট এঁতিয়েন।

নেইমার এমবাপে পিএসজি ফরাসি লিগ ওয়ান মাউরো ইকার্দি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর