Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত


১৬ ডিসেম্বর ২০১৯ ১৯:২২

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সুইজারল্যান্ডের নিয়নে হয়ে গেল এর ড্র। প্রথম লেগের খেলা শুরু হবে ফেব্রুয়ারির ১৮ তারিখে। দ্বিতীয় লেগের খেলা চলবে মার্চের ১০, ১১, ১৭ ও ১৮ তারিখ। ফাইনাল হবে ৩০ মে তুরস্কের ইস্তানবুলে।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোর সবগুলো দলই ইউরোপের শীর্ষ পাঁচ লিগের পড়েছে। যেখানে রয়েছে ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সের শীর্ষ ক্লাবগুলো।

বিজ্ঞাপন

শেষ ষোলোতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে। অপরদিকে ষষ্ঠ শিরোপা জয়ের মিশনে ইয়ুর্গেন ক্লপের দল খেলতে যাবে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে।

বার্সেলোনাকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের জন্য লড়তে হবে নাপোলির সাথে। আর চেলসি মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের।

শেষ ষোলোর লড়াইয়ে রোনালদোর জুভেন্টাসের খেলতে হবে লিওঁয়ের বিপক্ষে। আর মোরিনহোর টটেনহ্যামের প্রতিপক্ষ  আরবি লেইপজিগ।

প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নেয়া আটলান্টা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে।

একনজরে শেষ ষোলোর ড্র
রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি
বার্সেলোনা-নাপোলি
আটালান্টা-ভ্যালেন্সিয়া
অ্যাটলেটিকো মাদ্রিদ-লিভারপুল
চেলসি-বায়ার্ন মিউনিখ
লিওঁ-জুভেন্টাস
টটেনহ্যাম-আরবি লেইপজিগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চেলসি জুভেন্টাস বায়ার্ন মিউনিখ বার্সেলোনা ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ লিভারপুল শেষ ষোলো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর