টেস্ট থেকে ওয়ানডে দলে লাবুশেন; বাদ পড়েছেন ম্যাক্সওয়েল
১৭ ডিসেম্বর ২০১৯ ১২:৩৯
চলতি বছরটি যেন স্বপ্নের মতো কেটেছে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান মার্নাস লাবুশেনের। ২০১৮ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক ঘটে এই ব্যাটসম্যানের। এরপর থেকেই অস্ট্রেলিয়া দলের টেস্টে নিয়মিত মুখ তিনি। ২০১৯ সালটা কেবল তার নিজেরই সেরা নয়; ক্রিকেট বিশ্বে তার থেকে সেরা পারফর্ম কেউই করে দেখাতে পারেননি।
২০১৯ সালে টেস্টে ১০টি ম্যাচ খেলেছেন মার্নাস লাবুশেন। আর ১০ টেস্টে ১৫ ইনিংসে ব্যাট হাতে মাঠে দেখা গিয়েছে তাকে। নামের পাশে চলতি বছরেই ৬টি অর্ধশতকের সঙ্গে সঙ্গে রয়েছে ৩টি শতকও। শতক এবং অর্ধশতকের দিক থেকে এবছর কোনো ব্যাটসম্যানই ছাড়িয়ে যেতে পারেননি লাবুশেনকে। চলতি বছর টেস্টে ৬৮.১৩ গড়ে নামের পাশে যোগ করেছেন ১০২২ রান, যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ রান ১৮৫।
টেস্টে দারুণ বছর পার করা লাবুশেনের কপাল খুলে গেছে ওডিআইতেও। ২০১৯ সাল শেষের পথে, এরপর আগামী বছরের জানুয়ারিতে ভারত সফর অস্ট্রেলিয়ার। এই সফরের ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। কিছু দিন আগেই মানসিকভাবে সুস্থ অনুভব না করায় ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন এই অলরাউন্ডার। আর এই সুযোগেই অস্ট্রেলিয়ায় ওয়ানডে দলে জায়গা করে নিলেন লাবুশেন।
তবে কেবল টেস্টে ভালো খেলার প্রতিদান হিসেবেই অজি স্কোয়াডে জায়গা পাননি লাবুশেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে মার্শ কাপে দেখিয়েছেন টেস্টের সঙ্গে সঙ্গে ওয়ানডে’তেও সমান পারদর্শী তিনি। মার্শ কাপে কুইন্সল্যান্ড দলের হয়ে সতীর্থ উসমান খাজার সঙ্গে যৌথভাবে টুর্নামেন্ট সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। এমন পারফরম্যান্সের সুবাদে দলে ডাক পেয়েছেন লাবুশেন আর বাদ পড়েছেন খাজা। সেই সঙ্গে অজি স্কোয়াডে ফিরেছেন জশ হ্যাজেলউড, শেন অ্যাবোট, অ্যাস্টন টার্নার এবং অ্যাস্টন অ্যাগার।
২০২০ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। জানুয়ারির ১৪ তারিখ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলবে দুই দল।
অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, পিটার হ্যান্ডসকম্ব, শেন অ্যাবোট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি (সহ-অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), জশ হ্যাজেলউড, কেন রিচার্ডসন, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার এবং অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়া ওয়ানডে দল ভারত বনাম অস্ট্রেলিয়া ভারত সফর মার্নাস লাবুশেন