অশান্ত কলকাতাতেই বসবে আইপিএলের নিলাম
১৭ ডিসেম্বর ২০১৯ ১৩:২৭
আইপিএলের ১৩তম আসরের নিলাম বসবে কলকাতায়। আগামী ১৯ ডিসেম্বর ‘দ্য সিটি অব জয়’ খ্যাত কলকাতায় আসন্ন আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে তা আগে থেকেই ঠিক করা রয়েছে। তবে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে পুরো ভারত জুড়ে চলছে বিক্ষোভ। আর এর বাইরে নয় কলকাতাও, এই রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পুরো কলকাতা জুড়েই চলছে বিক্ষোভ। বিভিন্ন মহাসড়ক ও রেল অবরোধের ঘটনাও ঘটেছে এরই মধ্যে। এত কিছুর মধ্যেও অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের নিলাম।
গেল সোমবার (১৬ ডিসেম্বর) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মিছিল করে কলকাতার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বসবে আইপিএলের এবারের আসরের নিলাম। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের আগে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে রাজ্য জুড়ে অশান্ত পরিস্থিতি নিয়ে টিম মালিকরা উদ্বিগ্ন নয়।
ভারতের এক সংবাদ সংস্থাকে এক ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা এই বিষয়ে নিয়ে একটুও চিন্তিত নই। তবে এই বিষয়ের দিকে আমাদের অবশ্যই নজর রয়েছে। বৃহস্পতিবার আইপিএলের নিলাম রয়েছে, আবার এই সময়েই কলকাতায় এমন ঘটনা ঘটছে। তাই তো এই পরিস্থিতির ওপর আমাদের নজর রাখতে হচ্ছে।‘
আইপিএলের নিলামকে সামনে রেখে অবশ্য কলকাতায় যাওয়া নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি অতিরিক্ত নিরাপত্তার বিষয়ে কোনো কথা বলেননি। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছেও এ নিয়ে কোনো প্রকার অভিযোগ জানায়নি কেউ। এই বিষয়ে আরও এক ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা বলেছেন, ‘সত্যি বলতে আমরা প্রতিবাদ ও যাবতীয় ঘটনা খেয়াল রাখছি। তবে আমরা এই ব্যাপারে আত্মবিশ্বাসী যে নিলামের সময় কোনো সমস্যা হবে না। আর এখন পর্যন্ত বোর্ডের তরফে থেকে আমাদের কোনো বিষয় সম্পর্কে জানানো হয়নি।‘
আর তাই তো ধরে নেওয়া হচ্ছে নির্ধারিত সময়ে এবং আগে ঘোষিত স্থানেই অনুষ্ঠিত হবে ১৩তম আইপিএলের নিলাম।