Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন ক্যারিবীয় কিংবদন্তি বেসিল বুচার


১৭ ডিসেম্বর ২০১৯ ১৬:০৪

সাবেক ক্যারিবীয় ব্যাটসম্যান বেসিল বুচার মারা গিয়েছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (১৬ ডিসেম্বর) ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 ১৯৩৩ সালের ৩ সেপ্টেম্বর গায়ানায় জন্ম নেয়া বুচার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯৫৮ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত খেলেছিলেন ৪৪ টি টেস্ট। ৪৩.১১ গড়ে করেছিলেন ৩১০৪ রান। ইনিংস সেরা স্কোর তাঁর ২০৯ নট আউট।

অভিষেক টেস্ট খেলেছিলেন তিনি ভারতের বিপক্ষে। সেই সিরিজে ৬৯.৪২ গড়ে করেছিলেন ৪৮৬ রান। জাতীয় দলের হয়ে শেষ টেস্ট খেলেন ১৯৬৯ সালে। প্রতিপক্ষ ছিলো ইংল্যান্ড। শেষ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ১২৬ রান। সেই ম্যাচে সেঞ্চুরি করতে করতেও করা হয়ে উঠেনি তাঁর ইংলিশ বোলার আন্ডারউডের কারণে। ৯১ রানে অ্যালান নটের তালুবন্দী হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।

১১ বছরের টেস্ট ক্যারিয়ারে ব্যাট হাতে করেছিলেন ৭ টি শতক এবং ১৬ টি অর্ধশতক। সেই সাথে ৬ ইনিংসে বল হাতে নিয়েছেন ৫ উইকেটও। তাঁর এই ৫ উইকেটও এসেছিলো এক ম্যাচে। সেরা বোলিং ফিগার তাঁর ৫/৫১।

১৯৫৪-৫৫ মৌসুমে বেসিল শুরু করেছিলেন প্রথম শ্রেণির ক্যারিয়ার। ১৬৯ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে রান করেছিলেন ১১৬২৮ রান। সেরা ইনিংস ছিল তাঁর এখানেও ২০৯ নট আউট। সেই সাথে ছিলো তাঁর ৩১ টি শতক এবং ৫৪ ত অর্ধশতকের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের মৃত্যু সাবেক ক্রিকেটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর