Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের সামনে তামিম-রিয়াজহীন যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন


১৭ ডিসেম্বর ২০১৯ ১৮:১৭

স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য সুসংবাদই বটে। ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনে থাকছেন না দুই থ্রেট ক্রিকেটার তামিম ইকবাল এবং ওয়াহাব রিয়াজ। ওপেনার তামিম ইকবাল ভাইরাস জ্বরে আক্রান্ত। আর পেসার ওয়াহাব রিয়াজ পাকিস্তানে ফিরেছেন বোনের বিয়েতে যোগ দিতে।

ঠিক একই কারণে দুশ্চিন্তা ভর করেছে মাশরাফিদের শিবিরে। ঢাকার প্রথম পর্বে টানা দুই জয়ে উড়ন্ত ছন্দে থাকা দলটিকে বন্দরনগরীর প্রথম ম্যাচেই এই দুই নির্ভরযোগ্য সতীর্থকে ছাড়াই নামতে হচ্ছে। অথচ ঢাকার দুই জয়ে এই দুই ক্রিকেটারই রেখেছিল অগ্রণী ভূমিকা।

বিজ্ঞাপন

গেল ১২ ডিসেম্বর রাজশাহী রয়্যালসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাদের নিষ্প্রভতায় কাঙ্খিত জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি ঢাকার। কিন্তু পরের দুই ম্যাচে তারা জ্বলে উঠলেন, অমনি দলের চেহরাও বদলে গেল। তামিম ইকবালের সপ্রতিভ ব্যাটিং ও ওয়াহাব রিয়াজের কৌশলি বোলিং যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনকে এনে দিল বহুকাঙ্খিত জয়।

১৩ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলায় কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে তামিম ইকবাল খেলেছিলেন ৫৩ বলে ৭৪ রানের ঝলমলে ইনিংস। যা তাকে দিয়েছিল প্রায় ছয় মাস পর নিজেকে ফিরে পাওয়ার অনাবিল আনন্দ। পর দিন সিলেট থান্ডার্সের বিপক্ষেও হুঙ্কার ছেড়েছিলেন ঢাকা ওপেনার। কিন্তু তার ব্যাপ্তি খুব বেশিক্ষণ ছিল না। ২৮ বলে ৩১ রান করে ফিরেছেন মোসাদ্দেক হোসেনের শিকার হয়ে।

তামিমের অনুরুপ বিপিএলের প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারেননি পাক পেসার ওয়াহাব রিয়াজও। রাজশাহীর বিপক্ষে ৩.২ ওভারে ২৬ রান দিয়ে ছিলেন উইকেট শূণ্য। পরের ম্যাচে ১৬ রানের বিনিময়ে থলিতে পুরেছিলেন ২ উইকেট। তৃতীয় ম্যাচে ৪ ওভার বল করে ১ উইকেট নিয়েছেন ৩২ রানের বিনিময়ে।

বিজ্ঞাপন

অবশ্য তামিম ইকবালের শরীরের যে অবস্থা তাতে এই পর্বের দ্বিতীয় ম্যাচ থেকেই তাকে পাওয়া যাবে বলে দলটি আশা করছে । যমুনা ব্যাংক  ঢাকা প্লাটুন ম্যানেজার আহসানুল্লাহ হাসান তো তেমনই ইঙ্গিত দিলেন। ‘তামিম এখনো হাসপাতালে। আমার মনে হয় না পরের ম্যাচে ও ফিট থাকবে। কিন্তু আমরা আশা করছি পরের ম্যাচ থেকে ওকে দলে পাব।’

তবে ওয়াহাব রিয়াজকে পাওয়া যাচ্ছে না চট্টগ্রাম পর্বের দুই ম্যাচেই।

কাজেই তাদের ছাড়াই স্বাগতিকদের মোকাবেলায় নামতে হচ্ছে কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের শিষ্যদের।

১৮ ডিসেম্বর (বুধবার) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

ওয়াহাব রিয়াজ তামিম ইকবাল বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর