১৩৭ দিন পর মাঠে ফিরছে ফুটবল, প্রথম দিনেই নামবে ঢাকা আবাহনী
১৭ ডিসেম্বর ২০১৯ ১৮:২৯
ঢাকা: আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াচ্ছে দেশের ক্লাব ফুটবল। চলতি বছরের গত ৩ আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটি মাঠে গড়িয়েছিল। এরপরে প্রায় সাড়ে চার মাস ধরে ঘরোয়া ফুটবল মাঠের বাইরে। প্রায় ১৩৭ দিন পর আবারও ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াচ্ছে ক্লাব ফুটবল। উদ্বোধনী ম্যাচে নবাগত পুলিশ এফসির বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী।
প্রায় সাড়ে চার মাসের বিরতির পর ঢাকা আবাহনী ও পুলিশের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ক্লাব ফুটবল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। টেলিভিশনে সরাসরি দেখাবে বাংলা টিভি। এদিন একটি ম্যাচই মাঠে গড়াবে।
দ্বিতীয় দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাব এবং রহমতগঞ্জ। এরপর দ্বিতীয় খেলায় মাঠে নামবে প্রিমিয়ার লিগ জয়ী দল বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ হিসেবে খেলবে ব্রাদার্স ইউনিয়ন।
১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এর পরপরই মাঠে গড়াবে বঙ্গবন্ধু গোল্ডকাপ।
এ যাবৎ সর্বোচ্চ ১১বার এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে ঢাকা আবাহনী। দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা মোহামেডান স্পোর্টিং ক্লাবের (১০বার)। শেখ জামাল, মুক্তিযোদ্ধা কেসি ও ব্রাদার্স ইউনিয়ন শিরোপা ঘরে তুলেছে তিনবার করে। শেখ রাসেল একবার ঘরে তুলেছিল শিরোপা। সবশেষ ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসকে হারিয়ে শিরোপা জিতেছিল ঢাকা আবাহনী।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জানুয়ারির ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে ছয় দেশকে নিয়ে শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের পরপরই শুরু করার কথা আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশতম আসর।