তবে কি ফিরছেন ডি ভিলিয়ার্স!
১৯ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৯
আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সহ্য করতে না পেরে গত বছর দক্ষিন আফ্রিকা জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন প্রোটিয়া ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। পরে ফিরে আসলেও নির্বাচকদের নজরে না পড়ায় আর গায়ে চাপাতে পারেননি জাতীয় দলের জার্সি।
তবে দক্ষিন আফ্রিকার নতুন কোচ মার্ক বাউচার বেশ তোড়জোড় শুরু করেছেন এই ক্রিকেটারকে ফেরাতে। তার সাথে অবসর ভেঙে ভিলিয়ার্সকে দলে ফেরাতে যোগ দিয়েছেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসও। দুজনই চাইছেন বোর্ড এবং ভিলিয়ার্সের মধ্যকার দূরত্ব দূর করতে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিন আফ্রিকা দলে সাবেক এই তারকাকে ফেরাতে উঠেপড়ে লেগেছেন এই দুইজন। এই প্রসঙ্গে বাউচার সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘দলে খেলোয়াড় বা মিডিয়ার সঙ্গে দুই-একটা বিষয়ে মনোমালিন্য থেকে থাকলে সেগুলো মেটানোর জন্য যদি আমাকে উদ্যোগ নিতে হয়, তবে আমরা সেই ব্যবস্থাই করবো।’
তিনি আরও বলেন, ‘মানুষ এবিকে খেলতে দেখতে চায়। সেটা আমরাও চাই। এখন আমরা সেই চাওয়াটাকে বাস্তবে রূপান্তরিত করার প্রচেষ্টা চালাচ্ছি।’