Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামাল ভূঁইয়ার সাইফকে আটকে দিল রহমতগঞ্জ


১৯ ডিসেম্বর ২০১৯ ২০:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি টিভিএস ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট খোয়ালো সাইফ স্পোর্টিং ক্লাব। কাগজে কলমে এগিয়ে থাকা সাইফকে বলতে গেলে আটকে দিয়েছে রহমতগঞ্জ এমএফসি। পুরান ঢাকার ক্লাবটি  গোলশুন্য ড্র করেছে সাইফের সঙ্গে।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপ ‘সি’ এর প্রথম ম্যাচে রহমতগঞ্জ-সাইফ ম্যাচটি ০-০ ব্যবধানে শেষ হয়েছে। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দু’দল। তবে এতে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা শেষ হয়নি তাদের কারোরই।

ড্র করেই কিছুটা চাপেও পড়ে গেছেন সাইফের নতুন কোচ মোহাম্মদ নিজাম। গ্রুপে সাইফের শেষ ম্যাচ শেখ জামালের বিপক্ষে। একটু এদিক-ওদিক হলেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে পারে সাইফ। নিজাম অবশ্য কোয়ার্টার ফাইনাল নিয়ে ভাবছেন না, তার ভাবনায় সরাসরি ফাইনাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজাম বলেছেন, ফাইনালে দেখা হবে! প্রথম ম্যাচ ড্র করে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে বড় বাধা সৃষ্টি হলো কী না- সেটি নিয়েই সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল নিজামকে। মালদ্বীপ কোচ তখন সরাসরি বলেছেন, ‘ফাইনালে দেখা হবে, তখন এ ব্যাপারে আলোচনা করা যাবে।’

বিজ্ঞাপন

রহমতগঞ্জের বিপক্ষে পয়েন্ট খোয়ানো নিয়ে কোনো অজুহাত অবশ্য দাঁড় করাতে চাননি সাইফ কোচ। তবে অনুশীলনে খেলোয়াড়দের নিয়ে যথেষ্ট সময় না পাওয়ায় কিছুটা হতাশ নিজাম। নিজেই জানিয়েছেন দুই মাস ধরে ঢাকায় থাকলেও স্কোয়াডে থাকা জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে মাত্র তিনদিন অনুশীলনের সুযোগ পেয়েছেন তিনি।

রহমতগঞ্জ কোচ শাফী মাহমুদ সাইফের মতো বড় দলের বিপক্ষে এক পয়েন্ট পেয়ে উচ্ছ্বসিত। তবে ভেসে যাচ্ছেন না তিনিও। তার দাবি রহমতগঞ্জ সাইফের চেয়ে আক্রমণে উজ্জ্বল ছিল বেশি। বারপোস্টের কারণে দুইবার তার দল গোলবঞ্চিত হয়েছে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

শাফীর দাবি অবশ্য পুরোপুরি ফেলে দেওয়ার মতোও নয়। জাতীয় দলের ৫ জন খেলোয়াড় আছেন সাইফের স্কোয়াডে। তবে এরপরও জামাল ভূঁইয়ারা সেভাবে আলো ছড়াতে পারেননি রহমতগঞ্জের বিপক্ষে। নিশ্চিত গোলের সুযোগও হাতে গোণা অল্প কয়েকবার তৈরি করতে পেরেছিল সাইফ।

পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দুই দল। পরের ম্যাচে ২১ ডিসেম্বর শেখ জামালের মুখোমুখি হবে রহমতগঞ্জ। ২৬ ডিসেম্বর শেখ জামালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচটি খেলবে সাইফ।

ফেডারেশন কাপ রহমতগঞ্জ এমএফসি শেখ জামাল ধানমন্ডি ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর