Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে আজ খুলনার প্রতিপক্ষ রংপুর


২০ ডিসেম্বর ২০১৯ ১১:৩৪ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১১:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের তৃতীয় দিনেও রয়েছে দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ। দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্স লড়বে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে। আর ঘরের মাঠে নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হচ্ছে কুমিল্লা ওয়ারিয়র্সের।

দিনের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্স লড়বে রংপুর রেঞ্জার্সের। শুক্রবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। এখন পর্যন্ত বিপিএলের ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেলেও খুলনা টাইগার্স খেলেছে মাত্র দুটি ম্যাচ। আর চট্টগ্রামে নিজেদের দ্বিতীয় আর সব মিলিয়ে তৃতীয় ম্যাচেই মুখোমুখি রংপুর রেঞ্জার্সের।

বিজ্ঞাপন

নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে খুলনা। মুশফিকুর রহিমের অধিনায়কত্বে লড়াইটা বেশ জমিয়ে তুলেছে খুলনা। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে আর দ্বিতীয় ম্যাচে রাজশাহী রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে শতভাগ জয় ধরে রেখেছে খুলনার দলটি।

আর নিজেদের তৃতীয় ম্যাচে এসেই মুখোমুখি রংপুর রেঞ্জার্সের। তবে মুদ্রার ঠিক যেন বিপরীত দিকটায় দেখছে এখন রংপুর। নিজেদের খেলা তিন ম্যাচের সবক’টিতেই হেরেছে তারা। তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া মোস্তাফিজুর, মোহাম্মদ নাইমদের নিয়ে গড়া রংপুর।

বিপিএলের পয়েন্ট তালিকায় দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট খুলনার, অবস্থান লিগ লিডার চট্টগ্রামের ঠিক পরেই। অন্যদিকে এর আগের তিন ম্যাচের সবক’টি ম্যাচে হারা রংপুর অবস্থান করেছে লিগে সবার নিচে।

খুলনা টাইগার্স বনাম রংপুর রেঞ্জার্স চট্টগ্রাম পর্ব বঙ্গবন্ধু বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর