Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু বিপিএলের প্রথম শতক আন্দ্রে ফ্লেচারের


২১ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৩

বঙ্গবন্ধু বিপিএলে সেঞ্চুরির দেখা মিলেও যেন মিলছিলো না। এবারের আসরের প্রথম সেঞ্চুরিয়ান হতে পারতেন মুশফিকুর রহিম। কাছেও গিয়েই শেষ পর্যন্ত ৯৬ রানে আউট হয়ে বিসর্জন দিয়েছিলেন বঙ্গবন্ধু বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ানের তকমা। সুযোগ তৈরি করেছিলেন জনসন চার্লসও। কিন্তু শহিদুলের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সুযোগ হাতছাড়া হয় তারও।

তবে শতকের সুযোগ পেয়ে হাতছাড়া করেননি আরেক উইন্ডিজ ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। সিলেট থান্ডারের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে শনিবার (২১ ডিসেম্বর) তুলে নেন বঙ্গবন্ধু বিপিএলের প্রথম শতক।

বিজ্ঞাপন

৫৩ বলে ঝড়ো ইনিংস খেলে তুলে নেন এবারের আসরের প্রথম সেঞ্চুরি। সেই সঙ্গে জনসন চার্লকে নিয়ে ১৫০ রানের জুটি গড়ে দলকে দেন ২৩২ রানের বড় সংগ্রহ। চার্লস এবং ফ্লেচারের মধ্যকার জুটিটা বিপিএলের ইতিহাসের ৭ম সর্বোচ্চ আর সিলেটের দলীয় সংগ্রহ এখন পর্যন্ত ৪র্থ সর্বোচ্চ স্কোর।

ফ্লেচারের এই সেঞ্চুরি বিপিএলের ১৯তম শতক, আর ১৯টি শতকের মধ্যে ৫টির মালিকই ক্রিস গেইল। আর সব মিলিয়ে বিপিএলের মোট শতকের ১১টিই হাঁকিয়েছেন উইন্ডিজের ক্রিকেটাররা। চারটি সেঞ্চুরি রয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। আর সর্বশেষ এই তালিকায় নাম লেখানো আন্দ্রে ফ্লেচার সিলেট থান্ডারের ইনিংসের শেষ পর্যন্ত  অপরাজিত থাকেন ১০৩ রানে, যেখানে ছিলো ৫টি ছক্কা এবং ১১ টি চারের মার।

ছবি: শ্যামল নন্দী

আন্দ্রে ফ্লেচার প্রথম শতক বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ সিলেট থান্ডার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর