Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে পাকিস্তানে টেস্ট খেলতে অনীহা বিসিবি’র


২১ ডিসেম্বর ২০১৯ ১৭:১৭

তিনটি টি-টোয়েন্টি ম্যাচ তিন দিনেই শেষ। ভেন্যুও খুব বেশি প্রয়োজন নেই। একটি হলেই হয়। পক্ষান্তরে একটি টেস্ট ম্যাচ খেলতেই লেগে যায় ৫ দিন। সংখ্যাটি যদি বেড়ে দুইয়ে দাঁড়ায়, দিনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০। সঙ্গে ভিন্ন ভেন্যুও অপরিহার্য। পাঁচ দিনের আগে শেষ হলে সেটা ভিন্ন কথা। তবে স্বাগতিক এবং সফরকারী দেশেটির প্রস্তুতি কিন্তু ৫+৫=১০ দিনেরই থাকে। এবার
তিনটি টি-টোয়েন্টির সাথে ম্যাচ ডে’ গ্যাপসহ আরো ১০ দিন যোগ করুন। মোটামুটি প্রায় ১ মাসের সফর। পাকিস্তানের মত এতটা অনিরাপদ দেশে এই মুহুর্তে এত লম্বা সময় অবস্থানের পক্ষাপাতি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

অনেকে বলতেই পারেন, যেহেতু দেশটিতে নিরাপত্তা সংকট সেহেতু টি-টোয়েন্টির মত টেস্ট ম্যাচ দুটোও একই ভেন্যুতে হোক। পরিস্থিতি বিবেচনায় সেটাও না হয় হলো। কিন্তু যারা খেলবেন এবং খেলুড়ে দলগুলোর সঙ্গে টিম ম্যানেজমেন্ট হিসেবে যারা থাকবেন তারা তো আর সারাদিন হোটেল বন্দি হয়ে থাকতে চাইবেন না।

একটু আধটু ঘুরতে বের হতে চাইলে সসস্ত্র নিরাপত্তারক্ষীরা তাদের পেছনে পেছনে ঘুরুক সেটাও তাদের জন্য স্বস্তির হবে না। অর্থাৎ, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজটি খেললে প্রায় ১ মাস পাকিস্তানে এমনই দমবন্ধ করা পরিবেশে থাকবে বাংলাদেশ দল। পক্ষান্তরে টি-টোয়েন্টি এই দমবন্ধ করা পরিবেশটি থাকবে সর্বোচ্চ ৭ দিন। যেটা সহনীয়।

ঠিক একারণেই পাকিস্তান সফরে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে না করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা চাইছে ম্যাচ দুটি কোন নিরপেক্ষ ভেন্যুতে হোক। এবং এই সফরে শুধুই তিনটি টি-টিায়েন্টি খেলতে এবং সেটি একটি মাঠে। সেই মাঠ কোনটি তা এখনো ঠিক হয়নি।

শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একথা বলেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছে যে আমরা ওখানে বেশি সময় অবস্থান করার পক্ষপাতি নই। সেক্ষেত্রে যে তিনটা টি-টোয়েন্টি আছে সেই ম্যাচগুলো আমরা খেলতে চাচ্ছি এবং দুইটা টেস্ট ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা যেতে পারে।’

‘নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন তারা বিষয়া বুঝতে পারবেন যে একটা সংক্ষিপ্ত সময় অবস্থান করা ও লম্বা সময় অবস্থান করার মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে। সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা বিবেচনায় রেখেই আমরা মূলত এই সিদ্ধান্ত নিয়েছি।’

বিজ্ঞাপন

বিসিবির এই সিদ্ধান্তের প্রেক্ষিতে পিসিবি কি জানালো? সিইও সুজনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘আমাদের সাথে যোগাযোগ হচ্ছে। অবশ্যই তারা চাইবে পুরো সিরিজটা খেলার জন্য। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এবং কি কি কারণে চাচ্ছি না সে বিষয়গুলোও আমরা বলেছি। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড হয়ত তাদের দিক থেকে বিবেচনা করছে। আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি।’

পাকিস্তানে শ্রীলঙ্কা জাতীয় দলের চলতি সফর দেখে চাইলেই যে কেউই বিসিবির এই সিদ্ধান্তের প্রতি কটাক্ষ করে বলতে পারেন, কই শ্রীলঙ্কা তো ঠিকই লম্বা সময় ধরে ওখানে আছে। তাদের তো কোন ধরণের নিরপত্তাহীনতার খবর এখনো এল না।

তাহলে বাংলাদেশের সমস্যা কোথায়? সেই কটাক্ষকারীদের সুজনের জবাব হল, ‘কারোরই একথা বলার সুযোগ নেই। ইতোমধ্যেই আমরা আমাদের জাতীয় নারী দল, এইচপি দল (হাই পারফরম্যান্স) বয়স ভিত্তিক দল পাকিস্তানে পাঠিয়েছি। তাছাড়া শ্রীলঙ্কা আমাদের জন্য উদাহরণ হতে পারে না।’

এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ পূর্বক প্রতিবেদন পেশ করেছে বাংলাদেশ নিরাপত্তা পর্যবেক্ষক দল। তাদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সফরে টিম বাংলাদেশকে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে স্বাগতিক দেশটি।

‘আপনারা জেনেছেন যে ইতোমধ্যেই একটা সরকারি দল পাকিস্তান সফর করেছেন এবং তাদের প্রতিবেদন আমরা পেয়েছি। এছাড়া পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে আমরা দেখছি এবং এর ওপর নির্ভর করছে পুরো সিদ্ধান্ত।’

‘আর কোন নিরাপত্তা দল পাঠানোর পরিকল্পনা নেই। আমরা বাংলাদেশ হাই কমিশন সংশ্লিষ্ট যেটা আছে পাকিস্তানে সেটা এবং বিশেষ করে আরেকটি বিষয় আছে আপনারা জানেন আন্তর্জাতিক ম্যাচ হলে আইসিসি ম্যাচ অফিসিয়াল নিয়োগ দেওয়া হয়। সেক্ষেত্রে হয়ত আইসিসির সাথে আমরা যোগাযোগ করব এবং তাদের স্বাধীন মতামত নেয়ার চেষ্টা করব।’ যোগ করেন সিইও সুজন।

প্রসঙ্গত, আইসিসির ভবিষ্যত সফর পরিকল্পনা অনুযায়ী আসছে জানুয়ারির তৃতীয় সপ্তাহে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে শুধুই তিনটি টি-টোয়েন্টি খেলতে।

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর